বাংলারজমিন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরু নতুন আট থানা গঠন

ইকবাল আহমদ সরকার, গাজীপুর থেকে

১৭ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ৯:০৩ পূর্বাহ্ন

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বহুল কাঙ্ক্ষিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। এ উপলক্ষে গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর ঢাক-ঢোল নিয়ে বাদ্য বাজিয়ে ও ঘোড়ার গাড়ির বহর নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ লাইন মাঠে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন অর রশীদ, জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, জিএমপি কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, পুলিশ সুপার শামসুন্নাহার, মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লাহ খান, জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজসহ পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জিএমপি কমিশনার ওয়াইএম বেলালুর রহমান সাংবাদিকদের জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গঠন করে সিটি করপোরেশন এলাকায় থাকা আগের জয়দেবপুর ও টঙ্গী থানা এলাকা নিয়ে নতুন করে মোট ৮টি থানা গঠন করে অফিসারসহ লোকবল নিয়োগ ও যানবাহন দেয়া হয়েছে। জিএমপিতে একজন কমিশনারসহ মোট ১ হাজার ১শ’ ৫২ জন লোকবল দেয়া হয়েছে। নগরের ৩শ’ ৩০ বর্গ কিলোমিটার এলাকায় জিএমপি’র কার্যক্রম পরিচালনা করা হবে। এতে করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আরেক ধাপ এগিয়ে যাবে। গাজীপুর মহানগরকে জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও যানজট মুক্ত রাখতে জিএমপি সর্বদা কাজ করবে। গাজীপুর মহানগরের নলজানি এলাকায় ঢাকা-জয়দেবপুর রোডের পাশে ভাড়া করা একটি ভবনে জিএমপি হেড কোয়াটার্স এর কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়া সিটি এসবি, ডিসি ট্রাফিকসহ বিভিন্ন অফিসের কার্যক্রম চালানোর জন্য আলাদা প্রস্তুতিও রয়েছে। জিএমপির নতুন থানা ও এর অধিভুক্ত এলাকা নির্ধারণ করা হয়েছে। এর আওতাধীন আটটি নতুন থানা হলো- সদর (বর্তমান জয়দেবপুর থানা), বাসন, কোনাবাড়ী, কাশিমপুর, গাছা, পূবাইল, টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা। সদর থানা- (বর্তমান জয়দেবপুর থানা)- এর অধিভুক্ত এলাকা, সিটির ওয়ার্ডগুলো হলো-১৯, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ড।
বাসন থানা-এর অধিভুক্ত ওয়ার্ড হলো- ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ২০, ২১ ও ২২নং ওয়ার্ড। কোনাবাড়ী থানা এর অধিভুক্ত ওয়ার্ডগুলো হলো-৭, ৮, ৯, ১০, ১১ ও ১২নং ওয়ার্ড। কাশিমপুর থানা -এর অধিভুক্ত ওয়ার্ডগুলো হলো- ১, ২, ৩, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড। গাছা থানা-এর অধিভুক্ত ওয়ার্ডগুলো হলো-৩২, ৩৩, ৩৪, ৩৫,৩৬, ৩৭ ও ৩৮ নং ওয়ার্ড। পূবাইল থানা- এর অধিভুক্ত ওয়ার্ডগুলো হলো- ৩৯, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড। টঙ্গী পূর্ব থানা (বর্তমান টঙ্গী থানা)-এর অধিভুক্ত ওয়ার্ডগুলো হলো-৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭ নং ওয়ার্ড, ৪৮, ৪৯, ৫০ (আংশিক), ৫৫ (আংশিক), ৫৬, ও ৫৭ (আংশিক) নং ওয়ার্ড এবং টঙ্গী পশ্চিম থানা- সিটির ৫০ (আংশিক), ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫ (আংশিক) ও ৫৭ (আংশিক) নং ওয়ার্ড।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status