বাংলারজমিন

‘কামাল হোসেনরা নানাভাবে ষড়যন্ত্র করছেন’

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

১৭ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ৮:৫৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ড. কামাল হোসেনসহ কিছু ডক্টরেটরা বাংলাদেশের বিরুদ্ধে দেশে ও বিদেশে নানাভাবে ষড়যন্ত্র করছেন। ড. কামাল হোসেন ও  নোবেল বিজয়ী এক ডক্টরেটসহ দেশের কিছু ডক্টরেট আছেন যারা চান না বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ গোটা দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছেন। উনারা জোট করে ক্যান্টনমেন্টের দিকে আছেন কিছু করা যায় কিনা। যদিও ভোট হলে এই জোটের জামানত থাকে না। তিনি বলেন, শুধু দেশের ভেতরেই না, ওই ডক্টরেট লন্ডনে অবস্থানরত তার জামাতাকে দিয়ে বঙ্গবন্ধুর নাতনি ও শেখ রেহানার কন্যা টিউলিপের বিরুদ্ধেও ষড়যন্ত্র করছেন। রোববার দুপুরে ফতুল্লার ইসদাইর এলাকায় একেএম সামছুজ্জোহা স্টেডিয়ামে সরকারি তোলারাম কলেজ ছাত্র সংসদ আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির রাজনীতির সমালোচনা করে শামীম ওসমান বলেন, বেগম খালেদা জিয়া ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশের ৯৩ জন মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। এটা কেমন ধরনের রাজনীতি? এই রাজনীতি রাজনীতিবিদদের লজ্জা দেয়। তিনি দেশের যেখানে অন্যায় অত্যাচার হবে সেখানেই প্রতিবাদ করে রুখে দাঁড়ানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। শামীম ওসমান এ সময় বর্তমান সরকারের আমলে তার নির্বাচনী এলাকায় ৭ হাজার ৪০০ কোটি টাকার উন্নয়নের কথা তুলে ধরে আগামীতে আবারো নির্বাচিত হতে পারলে নারায়ণগঞ্জের মানুষের জন্য আরো নতুন কিছু করার ইচ্ছার কথা জানান। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে একটি আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন প্রাপ্তির কথাও জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা মহিলা সংস্থার সভানেত্রী ও সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি শিক্ষার্থীদেরকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সঠিক জ্ঞানের মাধ্যমে নিজেদেরকেও হালনাগাদ করার তাগিদ দেন। সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রানি সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর শাহ্‌ মো. আমিনুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্‌ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, এহসানুল হক নিপু, বর্তমান জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক রাফেল প্রধান প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status