শিক্ষাঙ্গন

‘পদ্ধতিগত জটিলতার কারণেই শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভীতি’

বগুড়া প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ১০:০৭ পূর্বাহ্ন

 ‘বাংলাদেশের ইংরেজি শিক্ষাসহ শিক্ষাপদ্ধতির জটিলতা আছে। যার ফলে দেশীয় শিক্ষার্থীরা ইংরেজিকে চরম ভাবে ভয় পায়। এই ভয় একজন শিক্ষার্থীকে শিক্ষাজীবন শুরুর সময়েই ঢুকিয়ে দেয়া হয়। শিক্ষার পদ্ধতিগত জটিলতার কারণেই আমরা ইংরেজিতে অনেক পিছিয়ে আছি। অথচ এই ভাষা বাংলা ভাষার মতোই একটি ভাষা। কিছু কৌশল অবলম্বন করলেই বাংলাদেশি শিক্ষার্থীরা এই ভাষাকে সহজেই আয়ত্ত করতে পারবে’। বগুড়ায় অনুষ্ঠিত ব্যতিক্রমধর্মী শিক্ষা সম্মেলনে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও লিটারারি সোসাইটি বগুড়ার সভাপতি ড. এএমএম আরিফ বিল্লাহ্‌।

শনিবার শহরের টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন টিএমএসএস এর নির্বাহী পরিচলাক অধ্যাপক ড. হোসনে আরা বেগম। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মেডিকেল ফিজিসিস্ট এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ড. সাদিক আর. মালিক। বিশেষ অতিথি ছিলেন, ইরানের ইয়াজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজেম কাহদূয়ী, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহজাহান আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লিটারারি সোসাইটি বগুড়ার সেক্রেটারি বগুড়া কলেজের সাবেক অধ্যক্ষ কেবিএম মুসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিটারারি সোসাইটি বগুড়ার সভাপতি ড. এএমএম আরিফ বিল্লাহ। অনুষ্ঠানে লিটারারি সোসাইটি বগুড়ার সভাপতি ড. এএমএম আরিফ বিল্লাহ ইংরেজি ভাষাকে সহজভাবে বলার কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি ইতোমধ্যেই ইংরেজি ভাষাকে সহজভাবে শেখার কিছু কৌশল আবিষ্কার করেছেন। এসব কৌশলগুলো শিক্ষক এবং শিক্ষার্থীদের জানান দেয়ার উদ্দেশেই মূলত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বগুড়ার প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। তাদের সামনে আয়োজক আরিফ বিল্লাহ প্রজেক্টরের মধ্যেমে ইংরেজি ভাষা শেখার কৌশলগুলো প্রদর্শন করেন।

এদিকে ইংরেজি ভাষা শেখার অভিনব পদ্ধতি সম্পর্কে বলতে গিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মেডিকেল ফিজিসিস্ট এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ড. সাদিক আর. মালিক তার বক্তব্যে বলেন, ‘ইংরেজি ভীতি বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে চরমভাবে জেঁকে বসেছে। ড. আরিফ বিল্লাহ যেভাবে এই ভাষাকে বলার এবং লেখার এবং আয়ত্ত করার কৌশল শেখালেন তাতে শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভীতি দূর হবে বলে তিনি বিশ্বাস করেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও এই পদ্ধতির ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন। দুপুরের খাবারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status