বাংলারজমিন

বেগমগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ

মমতাজের গাড়ি অবরুদ্ধ, আওয়ামী লীগ নেতা জখম

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর ২০১৮, শনিবার, ৯:৩৮ পূর্বাহ্ন

বেগমগঞ্জ উপজেলার এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সেতুভাঙ্গা বাজারে দলীয় লোকজন গাছ ফেলে রাস্তায় ব্যারিকেড দেয়। এ সময় জাতীয় সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজের গাড়ি ঢাকা থেকে নোয়াখালী আসার পথে অবরুদ্ধ হয়। ঘটনাটি ১৩ই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯টার। বেগমগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও গরু ব্যবসায়ী বদিউজ্জামান ঢাকা আবাসিক হোটেল থেকে নিচে নেমে রাজমহল হোটেল থেকে ভাত খেয়ে বের হওয়ার সময় বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আবদুল খালেক (কসাই খালেক) তার বাহিনীসহ তাকে ৭০ লাখ টাকার একটি চেকসহ অপহরণ করে নিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সৈকত শাহীনের নির্দেশে ডিবির ওসিসহ স্থানীয় থানা পুলিশ পরদিন ভোররাতে গরু ব্যবসায়ীকে উদ্ধার ও কসাই খালেককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান আনসারীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা প্রথমে থানায় গিয়ে তাকে ছেড়ে দেয়ার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তার উপর চাপ সৃষ্টি করে এবং ওসির অপসারণ দাবি করে মিছিল করেন। এতে কোনো কাজ না হওয়ায় তারা সেতুভাঙ্গা এলাকায় গিয়ে গাছ ফেলে রাস্তায় ব্যারিকেড দেন। এ সময় নোয়াখালী-ফেনী মহাসড়কে যান চলাচল প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকে। এ সময় ওই রাস্তা দিয়ে জাতীয় সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ ও তার সফরসঙ্গীসহ একদল শিল্পী নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে সরকারের উন্নয়ন কনসার্টে যোগ দেয়ার জন্য গাড়ি বহরসহ ঢাকা থেকে আসার পথে সেতুভাঙ্গা বাজারে আটকা পড়েন। পরে পুলিশ ও আওয়ামী লীগের মেয়র গ্রুপসহ ব্যারিকেড সরিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের মেয়র গ্রুপ ও এমপি গ্রুপের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনা চলাকালে উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান আনসারীকে এসএস পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম ও বিবস্ত্র করে। আশঙ্কাজনক অবস্থায় ডিবি ও পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। পরে গ্রেপ্তার হওয়া কসাই খালেককে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়। এ ব্যাপারে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ২ গ্রুপ মুখোমুখি অবস্থায় রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status