দেশ বিদেশ

এবার সিলেট উন্নয়নে নতুন প্রকল্প অর্থমন্ত্রীর

ওয়েছ খছরু, সিলেট থেকে

১৫ সেপ্টেম্বর ২০১৮, শনিবার, ৯:৩৪ পূর্বাহ্ন

কারাগার স্থানান্তরের মধ্য দিয়ে ‘সিলেট উন্নয়ন’ পর্ব শেষ করছেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে তিনি কিছু প্রকল্প গ্রহণ করে সেগুলোর কাজ শুরুর নির্দেশ দিয়েছেন। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, অর্থমন্ত্রী তার কার্যালয়ে বৈঠকে মূলত সড়ক যোগাযোগ উন্নত করার ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। এর বাইরে আরো কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে, নির্বাচন সামনে থাকায় বড় কোনো প্রকল্প গ্রহণ করা হচ্ছে না। সিলেট উন্নয়নে আরেক মেগা প্রকল্প বৃহস্পতিবার সংসদে পাস হয়েছে। এটি হচ্ছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন। সংসদে পাস হওয়ার পর প্রকল্পটি সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। ইতিমধ্যে প্রকল্পের জন্য স্থানও নির্ধারণ করা হয়েছে। নগরীর দক্ষিণ সুরমার সুনামগঞ্জ বাইপাস সড়কে এই প্রকল্পের কাজ শুরু হবে। সিলেটের উন্নয়নে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন নতুন একটি মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত এই উন্নয়ন প্রকল্পের কাজ খুব দ্রুত শুরু করতে চান অর্থমন্ত্রীও। সেটি ইতিমধ্যে তিনি দলীয় নেতাদের জানিয়েছেন। ২০০৮ সালে আলোকিত সিলেটের স্লোগান নিয়ে সিলেট-১ আসন থেকে প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নির্বাচনে জয়লাভ করে মন্ত্রী হওয়ার পর সমস্যা আক্রান্ত সিলেটের উন্নয়ন নিয়ে তিনি জটিলতায় পড়েন। ওই সময় পূর্বের সরকারের রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়ন গলার কাঁটা হয়ে দাঁড়ায় সিলেট উন্নয়নে। শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পূর্বের রেখে যাওয়া কাজিরবাজার ব্রিজ, সুনামগঞ্জ ব্রিজ, গোলাপগঞ্জ ব্রিজের কাজ সমাপ্ত, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়নের দিকে মনোনিবেশ করেন। এসব কাজ সমাপ্ত করতেই তার প্রথম তিন বছর অতিবাহিত হয়। পরবর্তীতে সিলেট বিভাগীয় স্টেডিয়াম নির্মাণসহ বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ সমাপ্ত করেন তিনি। তার উন্নয়নের সর্বশেষ প্রকল্প নতুন সিলেট কেন্দ্রীয় কারাগার স্থানান্তর। বর্তমানে কারাগার রয়েছে নগরীর প্রাণকেন্দ্র ধোপাদিঘীর পাড় এলাকায়। এই কারাগারে গত দুই দশক ধরে বন্দিদের স্থান সংকুলান হচ্ছে না। এ কারণে অর্থমন্ত্রী শহরতলীর বাদাঘাট এলাকায় নতুন কারাগার নির্মাণ করেন। খুব শিগগিরই সিলেটের নতুন কারাগারে বন্দিদের স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত মাসে অর্থমন্ত্রী কারাগার নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন। নতুন কারাগারে বন্দিদের স্থানান্তরের পর পুরাতন কারাগারে উদ্যান কিংবা পার্ক তৈরির প্রকল্প গ্রহণ করা হবে। এরই মধ্যে এই প্রকল্প নিয়ে কাজ শুরু করা হয়েছে। এ দুটি প্রকল্প হচ্ছে অর্থমন্ত্রীর সিলেট উন্নয়ন প্রকল্পের সর্বশেষ ধাপ। কিন্তু এখানেই থামছেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি হচ্ছে, আম্বরখানা-বিমানবন্দর সড়ক চার লেনে উন্নীতকরণ। পাশাপাশি বাইপাস সড়ক নির্মাণ। এসব প্রকল্প নিয়ে নতুন করে সিলেট উন্নয়নপর্ব শুরু করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। তিনি গত বৃহস্পতিবার বিকালে মন্ত্রণালয়ে এ নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি আশফাক আহমদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদকে। বৈঠকে বিমানবন্দর-আম্বারখানা সড়ককে চারলেনে রূপান্তরের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী। নির্বাচনের আগে কাজ শুরুর করার কথাও বলেন তিনি। একই সঙ্গে সিলেটের অভ্যন্তরীণ সব রাস্তা সংস্কার এবং বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক দ্রুত চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠকে থাকা নেতারা মানবজমিনকে জানিয়েছেন- নতুন প্রকল্প হিসেবে সিলেট শহরতলীর সুবিধাজনক স্থানে একটি পাবলিক পরীক্ষা কেন্দ্র স্থাপন করতে অর্থমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। এছাড়াও সিলেট আখালিয়া এলাকায় নতুন একটি আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণে পদক্ষেপ নিতে বলেছেন। আগামী নির্বাচনের আগেই প্রকল্পগুলোর কাজ শুরু হতে পারে বলে জানা গেছে। এগুলো ছাড়াও সিলেটে আরো কয়েকটি নতুন উন্নয়ন প্রকল্প শুরুর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন নেতারা। বৈঠকে উপস্থিত থাকা সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ জানিয়েছেন, অর্থমন্ত্রী নতুন করে উন্নয়ন প্রকল্প শুরু করতে তিনজনকে তার কার্যালয়ে ডেকেছিলেন। ওখানে সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। অর্থমন্ত্রী নতুন করে কিছু প্রকল্প গ্রহণ করেছেন। আরো কিছু প্রকল্প তার চিন্তাভাবনায় রয়েছে। আমরাও আমাদের ভাবনার বিষয়টি অর্থমন্ত্রীর কাছে জানিয়েছি। তিনিও সেগুলো গুরুত্ব সহকারে শুনেছেন। আগামীতে আরো উন্নয়ন প্রকল্প আসবে বলে জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status