বাংলারজমিন

অতিরিক্ত জেলা ও দায়রা জজ কোর্ট এখন চরফ্যাশন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর ২০১৮, শনিবার, ৯:৩২ পূর্বাহ্ন

বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ভোলার চরফ্যাশন উপজেলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ কোর্ট এখন চরফ্যাশনে স্থাপিত হয়েছে। গত বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বাহাদুর মো. মেহেদী হাসান তালুকদার ওই কোর্টে যোগদান করেন। এই উপলক্ষে চরফ্যাশন কোর্টের আইন পেশা নিয়োজিত আইনজীবীরা ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধনা দেন। সংবর্ধনা শেষে আদালত ভবনে এডিশনাল পিপি আমিনুল ইসলাম সরমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন অতিরিক্ত জিপি মো. মোজাম্মেল হক। তিনি বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির অক্লান্ত পরিশ্রমে চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ কোর্ট পরিচালনা হচ্ছে। সদ্য যোগদানকৃত অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সরকার ও সুপ্রিম কোর্টের নির্দেশনা বাংলাদেশের মধ্যে শুধু চরফ্যাশনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ কোর্ট চালু করা হয়েছে। আমি আন্তরিকতার সঙ্গে কার্যক্রম পরিচালনা জন্য স্বপরিবার নিয়ে এসেছি। মামলা পরিচালনা যেন বিড়ম্বনা, বিশৃঙ্খলা না হয়। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বার ও বেঞ্চের সমন্বয়ের মাধ্যমে আপনাদের সহযোগিতা কামনা করছি। চরফ্যাশনের জনগণের আইনি সহায়তা দেয়ার জন্যই এসেছি। ওই সময় তার সঙ্গে যুগ্ম জেলা জজ মহিউদ্দিন আহাম্মেদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলী নোমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেনসহ বার এসোসিয়েশনের সকল আইনজীবী ও আইনজীবী সহকারী সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন। এখন থেকে আর ভোলা নয় চরফ্যাশন আদালতে সেসন ও আপিল মোকাদ্দমাসহ মামলা বিচারকার্য পরিচালিত হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status