এক্সক্লুসিভ

কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না- সালমান এফ রহমান

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর ২০১৮, শনিবার, ৯:২৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বলেছেন, আমরা আজ পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছি যার সবটুকু অবদান বঙ্গবন্ধু ও তার পরিবারের। আমরা আজ বিশ্ব দরবারে বাঙালি জাতি হিসেবে পরিচিতি পেয়েছি। দেশ স্বাধীন না হলে আমরা ভিখারি জাতি হিসেবে পড়ে থাকতাম। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে তিনি পরিবারের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার আহ্বান জানান। সালমান এফ রহমান বলেন, নবাবগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য ১ হাজার কোটি টাকা বাজেট নিয়ে বিভিন্ন প্রকল্প তৈরি করা হবে। দোহার ও নবাবগঞ্জ উন্নয়নের জন্য ব্যাপক প্রকল্প হাতে নেয়া হয়েছে। যা বাস্তবায়ন হলে পাল্টে যাবে দৃশ্যপট। বিএনপির দ্বারা দেশের উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, তাই জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রনায়ক করতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছেন তার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে সাহসী ও উন্নয়নশীল জাতি হিসাবে নতুন ভাবে দাঁড়িয়েছে। তার নেতৃত্বেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবার আহ্বান জানিয়ে বলেন, কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না। দোহার রক্ষা বাঁধ নির্মাণে প্রায় ১৫ শত কোটি টাকা একনেকে পাশের মধ্য দিয়ে দোহার-নবাবগঞ্জের উন্নয়নের এক নতুন অধ্যায় সূচিত হলো। কেরানীগঞ্জের জিনজিরা থেকে নবাবগঞ্জ, দোহার হয়ে শ্রীনগর পর্যন্ত ২ লেনের প্রায় ৫শ’ কোটি টাকার রাস্তার কাজ শুরু হয়েছে। এ ছাড়া দোহার-নবাবগঞ্জের ব্রিজ কালভার্ট ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে শত কোটি টাকার প্রস্তাব দেয়া হয়েছে। সুতরাং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেন, দোহার-নবাবগঞ্জ রক্ষা বাঁধ নির্মাণে ২১৭ কোটি টাকার কাজ চলছে। এলাকার উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি উন্নয়নে এলাকার জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দোহার-নবাবগঞ্জে উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এর মধ্যে কিছু বাস্তবায়ন শুরু হয়েছে। গতকাল চুড়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল বেপারির সভাপতিত্বে হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, নেত্রী যাকে নমিনেশন দেন আমরা সকলে একসঙ্গে নৌকার পক্ষে কাজ করবো। বিএনপি ষড়যন্ত্র আর জ্বালাও পোড়াও ছাড়া কিছুই করেনি। আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করবো, কোনো অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের ঘরে ঘরে তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, দোহার ও নবাবগঞ্জকে আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়তে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোড়লের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, সালমান এফ রহমানের পুত্র সান এফ রহমান, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক অসীম সরকার, ঢাকা জেলা পরিষদের সদস্য এসএম সাইফুল ইসলাম, বক্সনগর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, গালিমপুর ইউপি চেয়ারম্যান তপন মোল্লা, আগলা ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন, কৈলাইল ইউপি চেয়ারম্যান পান্নু মিয়া, চুড়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল বাসেত প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status