এক্সক্লুসিভ

পদ্মা সেতু চালু হলে বিএনপি নেতাকর্মীরা যাতে না ওঠে: নৌমন্ত্রী

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

১৫ সেপ্টেম্বর ২০১৮, শনিবার, ৯:২৪ পূর্বাহ্ন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, বিএনপি ও ড. ইউনূস পদ্মা সেতু নির্মাণে অনেক বাধা সৃষ্টি করেও না পেরে বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছেন আমরা নাকি জোড়াতালি দিয়ে পদ্মা সেতু নির্মাণ করছি। তাই আমি বলতে চাই পদ্মা সেতু চালু হলে বিএনপির নেতাকর্মীরা যাতে পদ্মা সেতুতে না ওঠে। কারণ তাদের নেত্রী নির্দেশ দিয়েছেন পদ্মা সেতুতে না ওঠার জন্য।
শুক্রবার নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকল এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে বিআইডবিব্লউটিএ’র নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
তিনি বলেন, গণতন্ত্র হতে হবে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ক্ষমতায় যাওয়ার জন্য ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত পেট্রোল বোমা মেরে  অসংখ্য মানুষকে হত্যা করেছে। কোরআন হাদিস অনুযায়ী তারা নিজেদেরকে মুসলমান দাবি করতে পারেনা। বিএনপি জামায়াতের হাতে বাংলাদেশের মানুষ
নিরাপদ নয়। তাই সন্ত্রাস মোকাবেলা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

মন্ত্রী আরো বলেন, এখন নৌপথ রয়েছে ৩ হাজার কিলোমিটার। বর্ষাকালে যা ৬ হাজার কিলোমিটার। বঙ্গবন্ধুকে হত্যার পরে কোন সরকার একটি ড্রেজার ক্রয় করেনি। আমরা ২০০৯-১৩ সাল পর্যন্ত ১৪টি ড্রেজার ক্রয় করেছি। ২০১৪-১৮ সাল পর্যন্ত ৪টি মালটিপারপাস ড্রেজার ক্রয় করা হয়েছে ও আরো ২০ ড্রেজার নির্মাণাধীন রয়েছে। পাশাপাশি প্রাইভেট সেক্টরেও শতাধিক ড্রেজার রয়েছে। ইতিমধ্যে হারিয়ে যাওয়া ২ হাজার কিলোমিটার নৌপথ উদ্ধার করা হয়েছে। বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলা নাথ দে, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status