বাংলারজমিন

হোসেনপুরে গণতন্ত্রী পার্টির গণসমাবেশ

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

১৫ সেপ্টেম্বর ২০১৮, শনিবার, ৯:১১ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হোসেনপুরে গণসমাবেশ করেছে গণতন্ত্রী পার্টি। বৃহস্পতিবার বিকালে উপজেলার পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গণতন্ত্রী পার্টি পুমদী শাখার এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। গণতন্ত্রী পার্টি পুমদী শাখার নেতা ফজলুর রহমান মড়লের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা গণতন্ত্রী পার্টির সহ-সভাপতি পরিতোষ চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ব্রজেন্দ্র দেবনাথ, জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক গাজী এনায়েতুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল ও সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন সুধা। প্রধান অতিথির বক্তৃতায় অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন বলেন, অর্থনীতিবিদদের মতে শতকরা ২৩ ভাগ মানুষ মানবেতর জীবনযাপন করছে। মুক্তির আকাঙ্ক্ষায় যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। কিন্তু আমরা এখনো মুক্তি লাভ করতে পারিনি। বঙ্গবন্ধু চেয়েছিলেন শোষণহীন সমাজ ব্যবস্থা। সামাজিক কাজের মধ্য দিয়েই মানুষ বেঁচে থাকে, মানুষের স্বার্থে কাজ করলে মানুষ মনে রাখে। শোষণহীন নতুন সমাজ গড়ার লক্ষ্যে মানুষের অধিকার প্রতিষ্ঠায় ১৪ দল কাজ করে যাচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status