বিশ্বজমিন

জাম্মু-কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

মানবজমিন ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, ৩:৪৯ পূর্বাহ্ন

জাম্মু-কাশ্মীরে মিনিবাস দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। আজ শুক্রবার কিশতওয়ার জেলায় একটি মিনিবাস পাহাড়ের খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

কাশ্মীরের একটি স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আজ সকালে কিশয়ান থেকে কিসতওয়ান যাবার পথে দানদারান এলাকায় পৌঁছানোর পর চালক বাসটির নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি ৩০০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়।
উদ্ধারকাজে দায়িত্বরত কিশতওয়ানের পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এখনও পর্যন্ত এ দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। তবে জাম্মুর বিভাগীয় কমিশনার একটি সংবাদ সংস্থাকে ১৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

কিশতাওয়ারের ডেপুটি কমিশনার আংরেজ সিং রানা জানিয়েছেন, ৮ জন গুরুতর আহতকে বিমানে করে জাম্মু নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া নিহতভদের পরিবারকে ৫ লক্ষ রুপি এবং আহতদের ৫০ হাজার রুতি করে দেয়া হবে।
প্রসঙ্গত, গত একমাসে কিশতয়ারে এটি নিয়ে তিনটি দুর্ঘটনা ঘটেছে। গত ২১শে আগস্ট এক দুর্ঘটনায় ১৩ জন এবং একদিন আগেই ৭ জন নিহত হয়েছেন অপর এক দুর্ঘটনায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status