খেলা

মেসিহীন দ্বিতীয় ম্যাচেই হোঁচট আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৩ পূর্বাহ্ন

লিওনেল মেসিকে ছাড়া গুয়েতেমালার বিপক্ষে জয় দেখেছিল আর্জেন্টিনা। তবে কলম্বিয়ার বিপক্ষে আর পেলো না মেসিহীন আলবিসেলেস্তে বাহিনী। অবশ্য এবারো আর্জেন্টিনাকে হারাতে পারলো না কলম্বিয়া। গতকাল যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে দুই দলের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এই নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ১১ বছর জয়হীন রইলো কলম্বিয়া। সর্বশেষ ২০০৭’র নভেম্বরে বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে জয় কুড়ায় তারা। এরপরে ৮ ম্যাচে মুখোমুখি হয় দু’দল। এতে আর্জেন্টিনা জয় পায় ৫ ম্যাচে। আর বাকি ৩ ম্যাচ ড্র হয়। শনিবার গুয়াতেমালাকে হারানো দল থেকে গতকাল দলে বেশ কয়েকটি পরিবর্তন আনেন আর্জেন্টিনার অন্তর্র্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনি। শুরু থেকে খেলেন মাউরো ইকার্দি। দ্বিতীয়ার্ধে বদলি নামেন পাওলো দিবালা। গঞ্জালো মার্টিনেস, ইকার্দি ও মাক্সিমিলিয়ানো মেজায় গড়া আর্জেন্টিনার আক্রমণভাগ শুরু থেকে চেপে ধরে কলম্বিয়াকে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রচেষ্টাগুলো ঠেকিয়ে দেন গোলরক্ষক ডেভিড ওসপিনা। প্রথম ২৪ মিনিটে আর্জেন্টিনা লক্ষ্যে শট নেয় তিনটি। ২৭তম মিনিটে প্রথম ফ্রাঙ্কো আরমানিকে পরীক্ষায় ফেলে কলম্বিয়া। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে দিবালা মাঠে আসার পর আক্রমণের ধার বাড়ে আর্জেন্টিনার। ডিফেন্সিভ মিডফিল্ডার জিওভানি লো সেলসোর জায়গায় মাঠে আসেন অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিস্টিয়ান পাভোন। তার ক্রসে ৭২তম মিনিটে একটুর জন্য মাথা ছোঁয়াতে পারেননি ইকার্দি। ৮১তম মিনিটে তাগলিয়াফিকোর ক্রসে অল্পের জন্য গোল করতে পারেননি ইন্টার মিলান ফরোয়ার্ড ইকার্দি। বাকি সময়ে কোনো দলই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। যুক্তরাষ্ট্র সফর শেষে আগামী মাসে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই দেখবে ফুটবল বিশ্ব। ১৬ই অক্টোবর প্রীতি ম্যাচে সৌদি আরবের মাটিতে মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি। এর চারদিন আগে স্বাগতিক সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status