খেলা

বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনাল কক্সবাজারে

কক্সবাজার প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪১ পূর্বাহ্ন

স্বাগতিক বাংলাদেশসহ ছয়টি দেশ অংশ নেবে বঙ্গবন্ধু গোল্ডকাপে। আগামী ১লা অক্টোবর সিলেটে উদ্বোধন হতে যাওয়া আসরের ফাইনাল হবে ঢাকায়। তবে মাঝে দুটি সেমিফাইনাল সমুদ্রনগরী কক্সবাজারে আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার বাফুফের চার সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার ভেন্যু পরিদর্শন করে এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দেন কক্সবাজারের কর্মকর্তাদের। বঙ্গবন্ধু গোল্ডকাপের ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশ ছাড়া রয়েছে লাওস, ফিলিপাইন। ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন নেপালের সঙ্গে আছে ফিলিস্তিন ও কাজাখস্তান। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন শুধুই আয়োজক। গ্যালারির মানুষরা দর্শকমাত্র। অনেকটা আপন ঘরে পরবাসী। বাংলাদেশের দৃষ্টি এখন বঙ্গবন্ধু গোল্ডকাপে। জাতির জনকের নামের এ আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ১ থেকে ১২ই অক্টোবর। শুরুতে টুর্নামেন্টের ভেন্যু ছিল দুটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও সিলেট স্টেডিয়াম। পরে তৃতীয় ভেন্যু হিসেবে বাফুফের বিবেচনায় চলে আসে নীলফামারী। ২৯শে আগস্ট বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচের দর্শক দেখেই নীলফামারীতে দুটি সেমিফাইনালের কথা ভেবেছিল বাফুফে। কিন্তু হঠাৎ করে তৃতীয় ভেন্যু হিসেবে চলে আসে কক্সবাজারের নাম। যাতায়াত, আবাসন ও মাঠ এই তিন কারণেই নীলফামারীকে পেছনে ফেলে কক্সবাজার। নীলফামারীতে খেলা হলে দলগুলোকে রাখতে হবে রংপুরে। যেখান থেকে বাসে নীলফামারী স্টেডিয়াম ৪০ মিনিটের পথ। এসব কারণেই কক্সবাজারকে বেছে নিয়েছে বাফুফে। আগামী মাসের প্রথম দিন থেকে মাঠে গড়াতে যাওয়া টুর্নামেন্টের দুটি সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ও ৮ অক্টোবর। ফুটবলকে ঢাকার বাইরে ছড়িয়ে দিতেই আন্তর্জাতিক এ প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচ দুটি পর্যটন নগরীতে আয়োজনের সিদ্ধান্ত নেয় দেশের ফুটবলের শীর্ষ সংস্থাটি। কক্সবাজারস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সর্বশেষ আন্তর্জাতিক ফুটবল হয়েছিল ২০১০ সালে। সেবার সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপে দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। দর্শকদের কথা মাথায় রেখেই কক্সবাজারকে ভেন্যু হিসেবে বাছাই করা হয়েছে বলে জানালেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ভেন্যু পরিদর্শন শেষে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুল বলেন, ‘ফুটবলকে মাঠে ময়দানে-ছড়িয়ে দেয়ার জন্য দুটি আন্তর্জাতিক ম্যাচ আমরা কক্সবাজারে করতে চাইছি।’ এ সময় সঙ্গে ছিলেন বাফুফে সদস্য বিজন বড়ুয়া, বাফুফের সহকারী চিফ (প্রতিযোগিতা) মো. হাসান মাহমুদ, স্পন্সার প্রতিনিধি মাহফুজুর রহমান, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, সহ সভাপতি অধ্যক্ষ মো. জসিম উদ্দিন। ]
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status