খেলা

সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ালেন কোহলি

স্পোর্টস ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪১ পূর্বাহ্ন

ভারতের বর্তমান দলটাকে বিগত ১৫ বছরের সেরা বলেন কোচ রবি শাস্ত্রী। ইংল্যান্ডের মাটিতে ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর সংবাদ সম্মেলনেও ওঠে প্রশ্নটা। এতে মেজাজ হারিয়ে তর্কে জড়ান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। কোচের মন্তব্যকেই সমর্থন করেন তিনি। এক সাংবাদিক বলেন, সিরিজ চলাকালীন আপনার দলকে বারবার গত ১৫ বছরের সেরা ভারতীয় দল বলা হয়। আপনি কি আসলেই তা বিশ্বাস করেন? এটা কি আপনাদের জন্য বাড়তি চাপ ছিল? ১৩ মিনিটের সংবাদ সম্মেলনে সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক (৫৯৩) কোহলি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘আমরাই সেরা এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে। তা নয় কী? একদম নিশ্চিত না, এমন উত্তর শোনার পর কোহলি বলেন, ‘এটা আপনার মতামত। পরবর্তী প্রশ্ন করুণ।’ কোহলি আক্ষেপ করে বলেন, এই সিরিজে মানুষ ভারতের লড়াই এড়িয়ে যাচ্ছে। সিরিজটি কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল তা ফলাফল দেখে বলার সুযোগ নেই বলেও মনে করেন তিনি। এই সিরিজকে টেস্ট ক্রিকেটের বড় বিজ্ঞাপন হিসেবেও রায় দেন কোহলি। বলেন, ‘প্রতিটি ম্যাচই জিততে চেয়েছি। আমাদের মানসিকতা নিয়ে কারো সংশয় নেয়। কিছু সময়ে ব্যাটে-বলে ইংল্যান্ডকে লম্বা সময় ধরে চাপে রাখতে পারিনি। তারা সেই সুযোগটিই নিয়েছে। কিন্তু নিজেদের খেলায় বড় কোনো সংশোধনী আমার চোখে পড়েনি। ভালোভাবে সিরিজ শুরু করতে চেয়েছি। এটাই গুরুত্বপূর্ণ। আমরা যেই ক্রিকেট খেলেছি তা হয়তো স্কোরবোর্ডে দেখা যাবে না। কিন্তু দুই দলই জানতো সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এটা টেস্ট ক্রিকেটের বড় বিজ্ঞাপন। দর্শকরা তা উপভোগ করেছে।’ প্রথম টেস্টে জয়ের কাছাকাছি গিয়ে ৩১ রানে হার দেখে ভারত। তৃতীয় ম্যাচে ২০৩ রানের জয়ে সিরিজে ফেরে সফরকারীরা। সাউদাম্পটনের চতুর্থ টেস্টে ৬০ রানে হেরে সিরিজ হাতছাড়া করে কোহলির দল। শেষ টেস্টে ৪৬৪ রানের টার্গেটে লড়াই করেই ১১৮ রানে হার দেখে টিম ইন্ডিয়া।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status