খেলা

পাকিস্তানের স্বপ্নভঙ্গ ফাইনালে ভারত

স্পোর্টস রিপোর্টার

১৩ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪০ পূর্বাহ্ন

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপকে তেমন গুরুত্ব দেয় না ভারত। চলতি আসরে জাতীয় দল না পাঠিয়ে বয়সভিত্তিক একটি দল পাঠিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। অনূর্ধ্ব-২৩ দল পাঠিয়ে সাফের ১২তম আসরে ১১ বারের মতো ফাইনালে উঠলো সাতবারের চ্যাম্পিয়নরা। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের দ্বিতীয় সেমিফাইনালে তারা ৩-১ গোলে হারায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। ম্যাচে গোল দুটি করেন মানবির সিং। আগামী শনিবার শিরোপার লড়াইয়ে মালদ্বীপের মুখোমুখি হবে ভারত। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফাইনাল খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
মালদ্বীপ ও শ্রীলঙ্কাকে সমান দুই গোলের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। স্বাগতিক বাংলাদেশের কাছে হারা পাকিস্তান সেমিফাইনাল নিশ্চিত করে নেপাল ও ভুটানকে হারিয়ে। তবে গ্রুপ পর্বে দারুণ ফুটবল খেলা পাকিস্তানকে এ ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি। ভারতের তরুণ ফুটবলারদের গতির কাছে তারা ধরা খেয়েছে ম্যাচের শুরু থেকেই। প্রথমবারের মতো সাফের ফাইনাল খেলার স্বপ্ন দেখা পাকিস্তান প্রথমার্ধে  শুধু গোল হজম করেনি গোলরক্ষক ইউসুফ ভাটের দৃঢ়তায়। মাঝে মাঝে দু’একটি কাউন্টার অ্যাটাক থেকে গোলের সুযোগ তৈরি করলেও তা থেকে গোল করতে পারছিল না তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরা দেশটি। ম্যাচের ৪৮ মিনিটে দারুণ একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে গোল আদায় করেন মানবির সিং। ম্যাচের ৬৯ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। এটি তার টুর্নামেন্টে তৃতীয় গোল। ৮২তম মিনিটে সুমিতের গোলে ৩-০তে এগিয়ে যায় ভারত। ৮৪ মিনিটে হাতাহাতিতে জড়িয়ে লালকার্ড দেখেন দু’দলের দুই খেলোয়াড়। আর খেলা শেষের দুই মিনিট আগে এক গোল শোষ দেয় পাকিস্তান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status