খেলা

ড্রাইভিংয়ে ২০ মাস নিষিদ্ধ লরিস

স্পোর্টস ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪০ পূর্বাহ্ন

মদ্যপান করে গাড়ি চালানোর অপরাধে শাস্তি পেলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও গোলরক্ষক হুগো লরিস। ইংলিশ ক্লাব টটেনহ্যামে খেলা লরিসকে ৫০ হাজার পাউন্ড জরিমানা ও ড্রাইভিংয়ে ২০ মাস নিষিদ্ধ করা হয়েছে। ইংল্যান্ডের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে অপরাধ স্বীকার করেন ৩১ বছর বয়সী লরিস। গত ২৪শে আগস্ট সেন্ট্রাল লন্ডনের রাস্তায় পুলিশের হাতে আটক হন লরিস। গাড়ি থামানোর পর তাকে বমি করা অবস্থায় পাওয়া যায়। কোর্টে শুনানিতে পুলিশ বলে, ৪৮ কি.মি. গতির জোনে ২৪ কি.মি. গতিতে গাড়ি চালাচ্ছিলেন লরিস। পরীক্ষার জন্য লরিসের কাছ থেকে যে নমুনা নেয়া হয় তাতে প্রতি ১০০ মিলিলিটারে অ্যালকোহলের পরিমাণ ৮০ মাইক্রোগ্রাম। ইংল্যান্ড ও ওয়েলসে এর বৈধ সীমা ৩৫ মাইক্রোগ্রাম। আদালতে বলা হয়, ১৫ই জুলাই ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে বিশ্বের সবচেয়ে গর্বিত মানুষ ছিলেন লরিস। ৪০ দিন পর তিনি পুলিশের হাতকড়া পরার অসম্মানজনক অভিজ্ঞতা নেন এবং রাতভর পুলিশ স্টেশনে কাটান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status