দেশ বিদেশ

নির্বাচনী কৌশল বিষয়ক কর্মশালা আয়োজনের আগ্রহ প্রকাশ

সংসদ রিপোর্টার

১৩ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৩১ পূর্বাহ্ন

আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগসহ দেশের বড় রাজনৈতিক দলসমূহের প্রতিনিধিদের নিয়ে নির্বাচনী কৌশল বিষয়ক কর্মশালা আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (ডিআইবি) পার্টির প্রধান কাটি ক্রোয়াকি। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি’র সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আগ্রহ প্রকাশ করেন। এসময় স্পিকার বলেন, নারী ক্ষমতায়ন ও নারী নেতৃত্বের বিকাশে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। গণতন্ত্রের সফল বিকাশের জন্য রাজনীতিতে নারী অংশীদারিত্ব বৃদ্ধি করা জরুরি। তিনি আরো বলেন, নির্বাচনী প্রক্রিয়ার উন্নয়নে ডিআইবি’র উদ্যোগ সময়োপযোগী। নির্বাচনী প্রক্রিয়া ও গণতন্ত্রের উত্তরণে ডিআইবি’র উদ্যোগ বিভিন্ন দলের প্রতিনিধিদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন। সাক্ষাৎকালে নির্বাচনী কর্মশালা আয়োজনে আগ্রহ প্রকাশ করে কাটি ক্রোয়াকি বলেন, আগামী জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সে কারণে নির্বাচনী কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, প্রথম ধাপে সারা দেশে প্রায় ২০ হাজার প্রতিনিধিকে কর্মশালার মাধ্যমে প্রশিক্ষিত করা হবে। যার অর্ধেক হবে নারী। এই কর্মশালা কেন্দ্রের সঙ্গে তৃণমূলের সংযোগ বৃদ্ধিতেও ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status