দেশ বিদেশ

আনসার-ভিডিপি ৩০ হাজার শটগান পাচ্ছে

স্টাফ রিপোর্টার

১৩ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:২৫ পূর্বাহ্ন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) জন্য ১৪৭ কোটি ৪৮ লাখ টাকায় ৩০ হাজার শটগান (১২ বোর) এবং ৩০ লাখ কার্তুজ কিনছে সরকার। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব শটগান ও কার্তুজ কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য ৩০ হাজার শটগান এবং শটগানের ৩০ লাখ কার্তুজ মেশিন টুলস ফ্যাক্টরির মাধ্যমে সরাসরি পদ্ধতিতে কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। ৩০ হাজার শটগান কিনতে লাগছে ১০৯ কোটি ৪ লাখ টাকা। আর ৩০ লাখ কার্তুজ কিনতে লাগছে ৩৮ কোটি ৪৪ লাখ টাকা। ইতালি, তুরস্ক ও যুক্তরাজ্যের তিনটি কোম্পানির কাছ থেকে মেশিন টুলস ফ্যাক্টরি এসব শটগান ও কার্তুজ সংগ্রহ করে দেবে। তিনি বলেন, বৈঠকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি প্রকল্পের আওতায় ৪১৯ কোটি ৮৪ লাখ টাকায় দুই লাখ চার হাজার ৯৯০টি খুঁটি কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
কনটেক কন্সট্রাকশন লিমিটেড ১০৬ কোটি ৪৪ লাখ টাকায়, পোলস অ্যান্ড কংক্রিট লিমিটেড ১০৬ কোটি ৪০ লাখ টাকায়, ক্যাসেল কন্সট্রাকশন কোম্পানি ১০৬ কোটি ৩৫ লাখ টাকায় এবং বাংলাদেশ মেশিনারিজ ফ্যাক্টরি ১০০ কোটি ৬৩ লাখ টাকায় চারটি লটে এসব খুঁটি সরবরাহ করবে। এ ছাড়া কোটেশনের আওতায় ২৫ হাজার টন ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার মোংলা বন্দরের মাধ্যমে আমদানির প্রস্তাবেও সায় দিয়েছে ক্রয় কমিটি। সিঙ্গাপুরের মেসার্স আরএইচ ফার্টিলাইজার্স গ্রুপ প্রতি টন ৩৪৬ দশমিক ৪১ ডলারে মোট ৭২ কোটি ৫২ লাখ টাকায় এসব সার সরবরাহ করবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status