বাংলারজমিন

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ওআইসি প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে

১৩ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:১৪ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) অন্তর্ভুক্ত পার্লামেন্টারি ইউনিয়নের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল। ১২ই সেপ্টেম্বর বেলা ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দর হয়ে সড়কপথে সরাসরি ঘুমধুম ট্রানজিট রোহিঙ্গা ক্যাম্পে যান তারা। এ সময় নতুন করে আসা ৫০ জন রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে কথা বলেন। ঘণ্টাব্যাপী বৈঠকে এই রোহিঙ্গাদের নির্যাতনের কাহিনী শোনেন তারা। মিয়ানমারের সাম্প্রতিক সময়ের অবস্থাও শোনেন তাদের কাছে। ঘুমধুম থেকে পরে উখিয়া উপজেলার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর-এর ট্রানজিট সেন্টারে যান এবং সেখানেও নির্যাতিত কিছুসংখ্যক রোহিঙ্গার সঙ্গে কথা বলেন তারা। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকে অবস্থিত ইউএনএফপিএ-এর নারীবান্ধব কেন্দ্রে নির্যাতিত রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে এই ক্যাম্পের ডি-৪ ব্লকে ইউনিসেফ’র শিশুবান্ধব কেন্দ্রগুলো পরিদর্শন করেন তারা। প্রতিনিধি দলে রয়েছেন, ওআইসি’র সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কুরাইশি নিয়াশ, ডেপুটি সেক্রেটারি জেনারেল আলী আজগর মোহাম্মদী সিজানি, ডাইরেক্টর অব কনফারেন্স জাহিদ হাসান কুরশি, ইরানের সংসদ সদস্য সৈয়দ হিমায়েত মিরজাদি, মোহাম্মদ হোসাইন কুর্ডলু, তুরুস্কের হেড অব ডেলিগেশন ওরহান এ্যাটালাই, মমতাজ জারনি, মালেশিয়ার ডেপুটি স্পিকার রশিদ বিন হাসনুন, মহসীন বিন আব্দুল মালেক, আলজেরিয়ার সংসদ সদস্য ইউসেফ এডজিসা, সুদানের ওমর ইবনে দুউদ, মাহামুদু ডিজুগা ডিজুদ্দি, ইসাখা ইসা ইউছুপ, আল হাসান মোহাম্মদ, অসীম উমর আহমেদ আদনান, মোক্তার আহমদ, মাহজুমা হাসান মুসা, আবদেল রহমান হোসাইন, মরক্কোর মোহাম্মদ ওজ্জিন, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্বর্ণালী ছন্দাসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status