বাংলারজমিন

শাবিতে ভর্তি আবেদনের ফি বৃদ্ধি করায় ছাত্রফ্রন্টের বিক্ষোভ

শাবি প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:১৪ পূর্বাহ্ন

শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আবেদনের ফরম মূল্য বৃদ্ধি করায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। গতবছরের তুলনায় এ বছরের প্রথম বর্ষের ভর্তি আবেদনে ‘এ’ ও ‘বি-১’ এবং ‘বি-২’ ইউনিটের প্রত্যেকটিতে ফি ৫০ টাকা করে বাড়িয়ে যথাক্রমে ৮৫০ ও ৯৫০ টাকা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেখানে গতবছর ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে ৮০০ এবং ৯০০ করে নেয়া হয়েছিল। আবেদন ফি বৃদ্ধির প্রতিবাদে বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা। সমাবেশ ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাযিরুল আযমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- আহ্বায়ক প্রসেনজিৎ রুদ্র, কমিটি সদস্য তৌহীদুজ্জামান জুয়েল, এমকে মুনিম প্রমুখ। সমাবেশে আহ্বায়ক প্রসেনজিৎ রুদ্র বলেন, ভর্তি ফরমের মূল্য বৃদ্ধির ফলে শিক্ষাকে বাণিজ্যিকীকরণে দিকে নিয়ে যাওয়া হচ্ছে। গত দুই বছর আগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ৩৩ শতাংশ বাড়িয়ে ১০০০ এবং ১২০০ টাকা করা হয়েছিল। পরবর্তীতে এর প্রতিবাদে তখন শিক্ষার্থীরা আন্দোলন করলে আন্দোলনের মুখে এ, বি-১ ইউনিটে ১০০০ থেকে কমিয়ে ৮০০ টাকা এবং বি-২ ইউনিটে ১২০০ থেকে কমিয়ে ৯০০ টাকা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং ছাত্রদের কাছে প্রতিশ্রুতি দেয় ৫ বছরের মধ্যে কোন ফি বাড়ানো হবে না। কিন্তু প্রশাসন তাদের কথা থেকে বের হয়ে এসে ফি বৃদ্ধি করেছে। তিনি বলেন, প্রতিশ্রুতি থেকে সরে আসা প্রতারণার সামিল এবং বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়িক মনোভাব প্রকাশ পাচ্ছে। এ বিষয়ে ভর্তি আবেদন শুরুর দিকে বিশ্ব্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছিলেন, প্রতিবছর সবকিছুর দাম বাড়ছে। আর সেই জন্য এ বছর আবেদন ফি গত বাড়ের তুলনায় ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status