বাংলারজমিন

সোনারগাঁয়ে শাসকদের নামে বিভিন্ন সড়ক ও রাস্তার নামকরণের দাবি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:০৭ পূর্বাহ্ন

ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে ম্যাগাজিন প্রকাশের প্রস্তুতি সভা গতকাল সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সোনারগাঁয়ের প্রাচীন শাসকদের নামে বিভিন্ন রাস্তা ও সড়কের নামকরণের দাবি জানানো হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিনুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমন, সাহিত্যিক ও গবেষক সামসুদ্দোহা চৌধুরী, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা মুজাম্মিল হক মাসুদ, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ মোল্লা বাদশা, সোনারগাঁ প্রেস ক্লাবের সভাপতি অসিত কুমার দাস, লেখক ও সংগীত শিল্পী উত্তম কুমার রায়, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক রবিউল হুসাইন প্রমুখ। সভায় সাহিত্যিক ও গবেষক সামসুদ্দোহা চৌধুরী বলেন, হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ সোনারগাঁ এক সময় শাসন করতেন সুনামখ্যাত শাসকরা। সময়ের বিবর্তনে সাধরণ মানুষ বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁয়ের ইতিহাস ঐহিত্য ও শাসকদের নাম ভুলতে বসেছেন। সোনারগাঁয়ের সড়কগুলো প্রাচীন শাসকদের নামে নামকরণ করা হলে সোনারগাঁকে বাংলাদেশ তথা বিশ্ব দরবারে  সহজেই তুলে ধরা সম্ভব হবে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, আমরা অচিরেই সোনারগাঁয়ের সড়কগুলোর এখনকার প্রাচীন শাসকদের নামে নামকরণ করার উদ্যোগ নেবো। সোনারগাঁকে সহজে চেনা ও জানার জন্য উপজেলা পরিষদের উদ্যোগে স্থায়ীভাবে মহাসড়কে সোনারগাঁয় তোরণ নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status