এক্সক্লুসিভ

ভারতে চলমান অনুশীলন মাইলেক্সে যোগ দেবেন সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার

১৩ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:০৭ পূর্বাহ্ন

ভারতের পুনেতে চলমান বিমসটেকের মাল্টি ন্যাশনাল ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (মাইলেক্স) এ যোগ দিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ শুক্রবার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আগামী ১৫ই সেপ্টেম্বর বিমসটেকের সব সদস্য দেশসমূহের সেনাপ্রধানদের নিয়ে গঠিত চিফস কনক্লেভ-এর অংশগ্রহণে ‘পজিবিলিটি অব ক্রিয়েটিং ভাইবল রিজিওয়নাল সিকিউরিটি আর্কিটেকচার টু ডিল উইথ থ্রেটস-টেরোরিজম অ্যান্ড ট্যান্সন্যাশনাল ক্রাইম’ শীর্ষক সেমিনারে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বাংলাদেশের প্রেক্ষাপটে ওই বিষয়বস্তুর ওপর বক্তব্য তুলে ধরবেন। এছাড়া তিনি ওই অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সেনাবাহিনী প্রধানের আগামী ১৭ই সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, বে অব বেঙ্গল ইনেশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনোমিক কো-অপারেশন (বিমসটেক)-এর মাইলেক্স ভারতের পুনেতে গত ১০ই সেপ্টেম্বর শুরু হয়েছে যা ১৬ই সেপ্টেম্বর সমাপ্ত হবে। সাত দিনব্যাপী এ অনুশীলনে বিমসটেকের সদস্য দেশসমূহ বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের সেনাসদস্যগণ অংশগ্রহণ করছেন। এছাড়া বিমসটেকের সদস্য দেশসমূহের সেনাপ্রধানদের নিয়ে গঠিত চিফস কনক্লেভ-এর অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হবে। এতে সব সদস্য দেশের সেনাপ্রধানদের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানও যোগদান করবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status