বাংলারজমিন

নেতার ভারে ভারাক্রান্ত ঢাকা-ড. তোফায়েল আহমেদ

জাবি প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:০৬ পূর্বাহ্ন

সারা দেশের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্থানীয় নেতারা এখন ঢাকায় বাস করেন। ঢাকায় কোনো দুর্যোগ হলে দেশ নেতৃত্ব শূন্য হয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমদ।
বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ‘সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ’ পরিষদ  আয়োজিত এক  সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
সেমিনারে সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক সামসুন্নাহার খানমের সভাপতিত্বে ড. তোফায়েল আহমেদ স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি নিয়ে একটি প্রস্তাবনা তুলে ধরেন। তিনি বলেন, ‘দেশের কেন্দ্রীয় সরকার ব্যবস্থা সংসদীয় শাসিত হলেও স্থানীয় সরকার ব্যবস্থা প্রেসিডেন্ট শাসিত। ফলে একটা পৌরসভা বা সিটি কপোরেশনের মেয়রের হাতে সব ক্ষমতা কুক্ষিগত থাকে। তাছাড়া আমাদের দেশে নির্বাচনের কোনো শৃঙ্খলা নেই। পাঁচ বছরজুড়েই দেশে নির্বাচন চলতে থাকে। অথচ পাঁচটা নির্বাচন একদিনে হতে পারে। একই দিনে একজন নাগরিক ইউনিয়ন পরিষদের সদস্য, উপজেলা পরিষদের সদস্য ও জেলা পরিষদের সদস্য নির্বাচনে ভোট দেবে। পরিষদের নির্বাচিত সদস্যরাই পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করবে। যেখানে একটা বিরোধী দল থাকবে। বিরোধী দলের প্রধান পরিষদের ডেপুটির দায়িত্ব পালন করবে। তবেই স্থানীয় সরকারে কাজে গতি আসবে।’ তিনি আরও বলেন, ‘একজন জেলা প্রশাসক ১২০টি কমিটির চেয়ারম্যান। তাকে বছরে ৫২০টা ফাংশন করতে হয়। এটা খুবই অবাস্তব। ফলে কোনো কাজই হচ্ছে না।’ দেশে কথা দেয়ার জন্য আইন আছে কিন্তু সুবিধা দেয়ার আইনের অভাব। আমাদের এই আইনের জঞ্জাল থেকেও মুক্ত হতে হবে বলেও মন্তব্য করেছেন অধ্যাপক তোফায়েল আহমেদ। তিনি স্থানীয় সরকারে বাজেট বাড়ানোর ও দাবি জানান। কারণ, আমরা জনগণ সব ট্যাক্স কেন্দ্রীয় সরকারকে দিয়ে থাকি। কিন্তু কেন্দ্রীয় সরকারের বাজেটের মাত্র ২% স্থানীয় সরকারের হাতে আসে। যার ফলে স্থানীয় সরকার শক্তিশালী হতে পারছে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status