বাংলারজমিন

ছাতকে বজ্রপাতে নিহত ২

সুনামগঞ্জ ও ছাতক প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:০৩ পূর্বাহ্ন

 ছাতকে বজ্রপাতে স্কুলছাত্রসহ ২ ব্যক্তি নিহত ও আহত হয়েছে আরো ৩ জন। গতকাল সকালে উপজেলা বিভিন্ন এলাকায় বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলা নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের লুলু দেবনাথের পুত্র ও ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র হৃদয় দেবনাথ (১৪) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার তাপালবাড়ী গ্রামের মৃত আইনুল হকের পুত্র বাল্কহেড শ্রমিক মামুন মিয়া (২৮)। আহত চরমহলা ইউনিয়নের খরিদিচর গ্রামের ময়না মিয়ার পুত্র জমিরুল হক (৪০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের রাধু দেবনাথের পুত্র ও ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র রঞ্জন দেবানাথ (১৩) এবং একই গ্রামের মৃত আলী আহমদের পুত্র মফিজ আলী (৬০)কে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, সকালে বাড়ি সংলগ্ন বাবুরগাই হাওরে মাছ ধরতে যায় জয়নগর গ্রামের হৃদয় দেবনাথ ও রঞ্জন দেবনাথ। মাছ ধরার এক পর্যায়ে বজ্রপাতে গুরুতর আহত হয় তারা। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হৃদয় দেবনাথকে মৃত ঘোষণা করেন। একই সময়ে মাঠে কৃষিকাজ করা আবস্থায় বজ্রপাতে আহত হয় মফিজ আলী। এদিকে কালারুকা এলাকায় সুরমা নদীতে চলন্ত বাল্কহেড নৌকায় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন শ্রমিক মামুন মিয়া। অপর দিকে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হয় খরিদিচরের জমিরুল হক।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status