এক্সক্লুসিভ

ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

১৩ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৮:৪৭ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ও জালিয়াতি ঠেকাতে বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন। গতকাল বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি করে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদ। একই সঙ্গে তারা বিগত ভর্তি পরীক্ষাসমূহে জালিয়াত চক্রের তথ্য অনুসন্ধান ও জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভর্তি বাতিল ও বিচারের দাবি জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির ঢাবি সংসদের সাধারণ সম্পাদক রাজীব দাস বলেন, ভর্তি পরীক্ষাগুলোকে বছর বছর ভর্তিযুদ্ধ আখ্যা দেয়ার মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে বহুদিন ধরে কদর্য রূপ দিয়ে আসা হচ্ছে, আর এখন সেই কদর্যতা প্রচণ্ড নোংরা এক চেহারা নিয়েছে প্রশ্নফাঁস আর প্রশ্ন জালিয়াতির মতো ভয়াল সব দুর্নীতির মধ্য দিয়ে। তিনি বলেন, ২১শে নভেম্বর ২০১৭তে সিআইডির মাধ্যমে আমরা জানতে পারি ২০১৫ ও ২০১৬ সালে কিছু মানুষ টাকার বিনিময়ে কেন্দ্র থেকে প্রশ্নফাঁস করে এবং ডিজিটাল জালিয়াতির মাধ্যমে কিছু শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সহায়তা করেছিলেন। সিআইডির হাতে গ্রেপ্তার হওয়া এই মানুষগুলো প্রত্যেকেই একটি বিশেষ ছাত্র সংগঠনের হল বা কেন্দ্রীয় পর্যায়ের নেতা। এরপর আমরা দেখি প্রশ্নফাঁস ও জালিয়াতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত যেই সংগঠন তার কেন্দ্রীয় নেতা মিডিয়ায় বলেন ‘এদেশের কোথাও প্রশ্নফাঁসের কোনো ঘটনাই ঘটেনি’। এসময় তিনি চলতি শিক্ষাবর্ষে কোন ইউনিটের ভর্তি পরীক্ষা ঘিরে যদি প্রশ্নফাঁস বা ভর্তি জালিয়াতির কোনো ঘটনা ঘটে তাহলে সংগঠনের পক্ষ থেকে সর্বশক্তি নিয়ে আবার রাজপথে নামবে বলে ঘোষণা দেন। বলেন, এই ঘটনার মূলে যেই প্রশাসন তার অস্তিত্বকে চ্যালেঞ্জের মুখে ছুড়ে দেবে। অতীতে পার পেয়ে গেছে বলে এই প্রশাসন বারবার পার পেয়ে যাবে- এই চিন্তা করা তাদের জন্য হবে অনেক বড় ভুল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের সভাপতি ফয়েজ উল্যাহ, কোষাধ্যক্ষ জয় রাজ, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান আশিক প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status