খেলা

ম্যাকগ্রাকে ছাড়িয়ে গেলেন অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ১২:৪১ অপরাহ্ন

গ্লেন ম্যাকগ্রাকে হটিয়ে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে উঠে এসেছেন জেমস অ্যান্ডারসন। টেস্টে তার উইকেট সংখ্যা এখন ৫৬৪টি। অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ম্যাকগ্রার টেস্ট উইকেট সংখ্যা ৫৬৩টি। ওভাল টেস্টে নামার আগে শীর্ষ বোলার হওয়ার জন্য ৫ উইকেটের প্রয়োজন ছিল অ্যান্ডারসনের। প্রথম ইনিংসে ২ উইকেট নিয়ে কাজটা কিছুটা এগিয়ে রাখেন আগেই। পরের ইনিংসের শুরুতেই শিখর ধাওয়ান ও চেতেশ্বরা পুজারাকে আউট করে ম্যাকগ্রাকে স্পর্শ করেন অ্যান্ডারসন। কিন্তু তারপর আর উইকেটের দেখা পাচ্ছিলেন না। সর্বশেষ মোহাম্মদ শামিকে বোল্ড করে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ডটি নিজের করে নেন ৩৬ বছর বয়সী এই পেসার। ৫৬৪ উইকেট শিকার করতে অ্যান্ডারসন খেলেন ১৪৩ টেস্ট। ক্যারিয়ারে মোট ২৬ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৩ বার। অন্যদিকে ১২৪ টেস্টে ৫৬৩ উইকেট নিয়ে অবসরে যান ম্যাকগ্রা। ২০০৩ সালে ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয় অ্যান্ডারসনের। ইংলিশদের মধ্যে সবচেয় বেশি টেস্ট উইকেটের মালিকও তিনি। এছাড়া সবধরনের বোলাদের মধ্যে টেস্টে চতুর্থ সর্বোচ্চ উইকেটের মালিক অ্যান্ডারসন। এই তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। তার উইকেট সংখ্যা ৮০০টি। আর অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার শেন ওয়ার্ন ৭০৮ উইকেট নিয়ে দ্বিতীয় ও ভারতের সাবেক স্পিনার অনিল কুম্বলে ৬১৯ উইকেট নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status