খেলা

কুকের বিদায়ী টেস্টে জয় পেলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ১২:২১ অপরাহ্ন

ওভাল টেস্টের চতুর্থ দিন বিকেলে ৪৬৩ রান তাড়া করতে নেমে ২ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে বসে ভারত। যার মধ্যে ছিল অধিনায়ক বিরাট কোহলির উইকেটটিও। পুরো সিরিজে ভারতীয় ব্যাটিংয়ের যে শোচনীয় অবস্থা ছিল তাতে মনে হয়েছিল সহজেই ম্যাচটি জিতে যাবে ইংল্যান্ড। জিতেছেও। কিন্তু লোকেশ রাহুল ও রিশভ পন্তের ব্যাটে ভর দিয়ে ভালোই লড়াই করেছে সফরকারীরা। যদিও শেষ রক্ষা হয়নি। গুটিয়ে গেছে ৩৪৫ রানে। আর সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুকের বিদায়ী টেস্টে ১১৮ রানের জয় পেয়েছে ইংল্যান্ড। ভারতের বিপক্ষেই ক্যারিয়ার শুরু, শেষও তাদের বিপক্ষে। অভিষেকের মতো শেষটাও সেঞ্চুরিতে রাঙিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ইংলিশ এই ওপেনার। আর সাবেক অধিনায়ককে জয় দিয়ে বিদায় জানালেন সতীর্থরা। ফলে ৫ ম্যাচের সিরিজটি ৪-১ ব্যবধানে জিতল ইংল্যান্ড। ম্যাচসেরার পুরস্কার জেতেন কুক। আর যৌথভাবে সিরিজ সেরা হয়েছেন স্যাম কুরান ও বিরাট কোহলি। তবে টেস্টের পঞ্চম দিনটি রোমাঞ্চকরই ছিল। আগের দিন ৩ উইকেট হারিয়ে ধুকতে থাকা ভারতকে পঞ্চম দিন অনেকটাই স্বস্তি দিয়েছিলেন লোকেশ রাহুল ও আজিঙ্কা রাহানে। দুইজনের জুটিতে আশার আলো দেখছিল ভারত। কিন্তু ব্যক্তিগত ৩৭ রানে রাহানে ফিরে গেলে আবার বিপদে পড়ে তারা। আগের ইনিংসে হাফ সেঞ্চুরি করা অভিষিক্ত হানুমা বিহারি এই ইনিংসে ফিরে যান শূন্য রানে। এরপর পন্ত এসে জুটি গড়েন রাহুলের সঙ্গে। এই দুইজনের জুটিতে ২০৪ রান আসে। ব্যক্তিগত ১৪৯ রানে আদিল রশিদের অবিশ্বাস্য এক বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান রাহুল। ভারতের দলীয় স্কোর তখন ৩২৫ রান ৬ উইকেটে। তার মাত্র ৩ রান পর পন্তকেও ফেরান রশিদ। তার আগে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ১৪৬ বলে ১১৪ রান করেন তিনি। এরপর আর বেশিক্ষণ স্থায়ী হয়নি ভারতীয় ইনিংস। দ্রুতই টেল এন্ডারদের আউট করে কুকের বিদায়কে জয় দিয়ে রাঙিয়ে দেন স্যাম কুরান ও জেমস অ্যান্ডারসনরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status