খেলা

স্পেনের কাছে বিধ্বস্ত ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ১১:১৯ পূর্বাহ্ন

ইভান রাকিতিচের শততম ম্যাচ যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবে ক্রোয়েশিয়া। এই তারকা মিডফিল্ডারের মাইলফলকের ম্যাচে স্পেনের কাছে বিধ্বস্ত হয়েছে তারা। মঙ্গলবার রাতে ‘এ’ লীগের গ্রুপ ৪-এর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৬-০ গোলে জিতেছে কোচ লুইস এনরিকের স্পেন। নতুন কোচের অধীনে এটি স্পেনের টানা দ্বিতীয় জয়। নিজেদের ইতিহাসে এটাই ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় পরাজয়। এর আগে কখনও চার গোলের চেয়ে বড় ব্যবধানে হারেনি তারা। এদিন সাউল নিগেসের গোলে এগিয়ে যাওয়ার পর স্পেন ব্যবধান বাড়ায় মার্কো আসেনসিওর বুলেট গতির শটে। দ্বিতীয়ার্ধে লক্ষ্যভেদ করেন রদ্রিগো, সার্জিও রামোস ও ইসকো। মাঝে আত্মঘাতী গোল করে বসেন ক্রোয়েশিয়া গোলরক্ষক লোভরে কালিনিচ। গতকাল এলচের মাঠে ১৮তম মিনিটে দারুণ ব্লক করে স্পেনকে বাঁচান দানি কারভাহাল। মদরিচ থেকে ভারসালাইকো হয়ে বল পান ইভান পেরিসিচ। তার শট ছুটে এসে দারুণ ব্লকে ব্যর্থ করে দেন কারভাহাল। ২৪তম মিনিটে কারভাহালের দারুণ ক্রসে গোল করে স্পেনকে এগিয়ে দেন সাউল। চার দিনের মধ্যে দ্বিতীয়বার দেশের হয়ে গোল পেলেন তিনি। ৩৩তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান বাড়ান আসেনসিও। ২৫ গজ দূর থেকে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের বুলেট গতির শট ফেরানোর কোনো সুযোগই ছিল না ক্রোয়াট গোলরক্ষকের। দেশের হয়ে এটাই আসেনসিওর প্রথম গোল। দুই মিনিট পর আবার আসেনসিও জাদু। বাঁ দিক থেকে আসেনসিওর বাঁকানো শট ক্রসবারের নিচে লেগে ঝাঁপিয়ে পড়া কালিনিচের পিঠ ছুঁয়ে জালে জড়ায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় স্পেন। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের চতুর্থ গোলে বড় অবদান আছে সাউল ও আসেনসিওর। দারুণ ফিনিশিংয়ে এগিয়ে আসা গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান রদ্রিগো। দেশের হয়ে এটি ভালেন্সিয়া ফরোয়ার্ডের চতুর্থ গোল। তার চারটি গোলই এসেছে শুরুর একাদশে থাকা ছয় ম্যাচে। ৫৭তম মিনিটে জালের দেখা পেয়ে যান স্পেন অধিনায়ক সার্জিও রামোস। আসেনসিওর কর্নার থেকে গোল করেন তিনি। ৭০তম মিনিটে স্কোর লাইন ৬-০ করেন ইসকো। আসেনসিওর কাছ থেকে বল পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন রিয়াল মিডফিল্ডার। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে স্পেন। আর ক্রোয়েশিয়ার পয়েন্ট শূন্য।      
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status