দেশ বিদেশ

শাহজালালে ৩ কোটি টাকার সিগারেট জব্দ

স্টাফ রিপোর্টার

১২ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ১০:০০ পূর্বাহ্ন

 হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ৩ কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল ভোরে আমদানি কার্গো থেকে পাঁচ হাজার কার্টনভর্তি সিগারেটগুলো জব্দ করা হয়। মন্ড ও ৩০৩ ব্রান্ডের সিগারেটগুলো ‘গৃহস্থালির মালপত্র’ মিথ্যা ঘোষণায় আনা হয়েছিল।
জানা গেছে, সোমবার রাতে দুবাই থেকে ইতিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইওয়াই-২৫৮) সিগারেটগুলো ঢাকায় আনা হয়। পরে তা আমদানি কার্গোতে রাখা হয়। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে মালিকবিহীন অবস্থায় পাঁচ হাজার কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলাম জানান, সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status