দেশ বিদেশ

সক্রিয় নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাও মামলা দিচ্ছে পুলিশ: রিজভী

স্টাফ রিপোর্টার

১২ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৯:৫৩ পূর্বাহ্ন

সরকারের নীলনকশার অংশ হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী, সক্রিয় নেতাকর্মী এবং সমর্থকদের বিরুদ্ধেও ঢালাওভাবে মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগে করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকেও একতরফা করতে অবৈধ ভোটারবিহীন সরকার নানা নীলনকশা করেই যাচ্ছে। দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় থানায় গায়েবী মামলা অব্যাহত রয়েছে। স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষকদের তালিকা করা হচ্ছে- কারা বিএনপির রাজনীতি বা বিএনপি পরিবারের সঙ্গে যুক্ত। অন্যদিকে বেছে বেছে আওয়ামী লীগ সমর্থিত লোকদেরকে নির্বাচনী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়ার কার্যক্রম চলছে। রিজভী বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জন গমেজকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু বকর সিদ্দিককে সোমবার থেকে কোথাও পাওয়া যাচ্ছে না। খোঁজ না পাওয়ায় তার পরিবার ও বিএনপির সকল নেতাকর্মী গভীরভাবে উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। নিশ্চয়ই তিনি সরকারি কোনো বাহিনীর কাছেই আছেন। আমি অবিলম্বে তাকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানাচ্ছি। রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সোমবার দেশব্যাপী মানববন্ধন পালনকালে পুলিশ ব্যাপক ধরপাকড় চালিয়েছে। নির্বিচারে গ্রেপ্তার-হামলার পরও সকল বাধা উপেক্ষা করে মানববন্ধন কর্মসূচি সফল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তিনি বলেন, সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করা রাজনৈতিক দলগুলোর সাংবিধানিক অধিকার। তারপরও পুলিশের অনুমোদন নিয়ে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালনকালেও নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে।
যা ন্যক্কারজনক। ফলে মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, গুলি ও নির্বিচারে গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। মানববন্ধনকে কেন্দ্র করে সারা দেশে গ্রেপ্তারের চিত্র তুলে ধরে রিজভী বলেন, মঙ্গলবার পর্যন্ত টাংগাইলে ১৩জন, চট্টগ্রাম মহানগরে ৫জন, নোয়াখালীতে ১ জন, ঢাকা মহানগর উত্তরে ১২ জন, নাটোরে ৩০-৪০ জন বিএনপি ও অঙ্গ এবং সহযোগী নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া, নাটোরে অজ্ঞাতনামা প্রায় ৪৫০ জনের নামে মামলা দায়ের ও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়ি বাড়ি প্রতিরাতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বগুড়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি নেতা সাজ্জাদুজ্জামান জয়সহ ৯৪ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে গাবতলী ও শাহজাহানপুর থানায় বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ। কামরাঙ্গিরচর থানা বিএনপির ৩৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ। ওদিকে ঝালকাঠিতে ১৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদিকুর রহমান ভূঁইয়া সোহাগের শিবপুরের বাসায় পুলিশ তল্লাশি চালায় এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। সোমবার থেকে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ঢাকাসহ দেশব্যাপী ৩০০ জনের অধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কেবলমাত্র ঢাকাতেই প্রায় ২৭৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমি দলের পক্ষ থেকে অবিলম্বে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। রিজভী বলেন, বিগত দশ বছরে বর্তমান স্বৈরাচারী সরকার দেশব্যাপী বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। হত্যা, গুম ও খুন এবং ক্রসফায়ারের নামে সাধারণ নিরপরাধ মানুষকে খুন করেছে। তিনি বলেন, নিরাপদ সড়ক ও কোটা আন্দোলনের কোমলমতি শিক্ষার্থীদের ওপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, মামলা দেয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। এখনও উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে আছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এখনও শিক্ষার্থীদের গ্রেপ্তার চলছে, তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। কয়েকদিন আগে ১২জন শিক্ষার্থীকে তুলে নিয়ে গিয়ে সোমবার গ্রেপ্তার দেখানো হয়েছে। এই দৃষ্টান্ত সম্পূর্ণভাবে সন্ত্রাসীদের মাধ্যমেই সম্ভব। রিজভী বলেন, রাষ্ট্রের মালিকানা এখন বেআইনি সন্ত্রাসীদের হাতে চলে গেছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী, হেলমেট বাহিনী ও ছাত্রলীগ দিয়ে সেই জনরোষ রোধ করা যাবে না। নেকনজরে পড়ার জন্যই আইনশৃঙ্খলা বাহিনী আইনানুগ কাজ না করে সরকারের কথা শুনছে। যতদিন আইনশৃঙ্খলা বাহিনী অবৈধ সরকারের গৃহজাত বাহিনী হয়ে থাকবে ততদিন আইনের শাসন অদৃশ্যই থেকে যাবে। তিনি বলেন, জনগণের মধ্যে আওয়ামী নির্যাতনে যে ক্ষোভের সঞ্চার হয়েছে, যেকোনো সময় তার বিস্ফোরণ ঘটবেই। অবৈধ সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। কারণ অবৈধ সরকার প্রধানের বর্বর অহমিকার প্রতি ঘৃণামিশ্রিত রোষে দেশের জনতা আজ উত্তাল। দাঁড়ানোর কোনো শক্ত জমিন তাদের নেই। তাই গাছের পাতা নড়লেও সরকার এখন চমকে উঠছে। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ হলেও এখনও পর্যন্ত তাঁর সুচিকিৎসার কোনো ব্যবস্থা নেয়নি সরকার।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পর দুই দিন পার হলেও তার চিকিৎসা বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। রিজভী বলেন, তাঁর ব্যক্তিগত চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করছেন দ্রুত খালেদা জিয়ার চিকিৎসা না দেয়া হলে তাঁর বাম পা ও হাত অবশ হয়ে যেতে পারে। তাঁর শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। তাঁর চিকিৎসা নিয়ে ছলচাতুরী চলছে এবং কালক্ষেপণ করা হচ্ছে বলে আমরা মনে করি। আমি দলের পক্ষ থেকে কালবিলম্ব না করে বেগম খালেদা জিয়াকে বেসরকারি বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার জোর দাবি জানাচ্ছি। তিনি বলেন, প্রশাসনকে দলীয়করণ করে ধ্বংস করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে বানানো হয়েছে সরকারের দলীয় বাহিনী। বিচারবিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। নিম্ন আদালতে এখন ন্যায়বিচার উধাও হয়ে গেছে। সোমবার জাতিসংঘের পক্ষ থেকে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘ বলেছে- অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এটা অপরিহার্য। সামপ্রতিক সময়ে সেখানে বিক্ষোভরত শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে। মানহানির অভিযোগ আনা হয়েছে। তাদের সঙ্গে খারাপ আচরণের রিপোর্ট পাওয়া গেছে। এসব সহিংসতার জন্য হেলমেট পরা যেসমস্ত আওয়ামী ক্যাডার’রা দায়ী তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। সুতরাং দেশ-বিদেশের কারও দৃষ্টিকেই আর ফাঁকি দিতে পারবে না এই ভোটারবিহীন অত্যাচারী সরকার। ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল খান, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন ও তাইফুল ইসলাম টিপু উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status