দেশ বিদেশ

সাদা দলের নেতৃত্ব নিয়ে জটিলতা শীর্ষক সংবাদের ব্যাখ্যা

১২ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৯:৫৩ পূর্বাহ্ন

১০ই সেপ্টেম্বর দৈনিক মানবজমিন পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত ‘সাদা দলের নেতৃত্ব নিয়ে জটিলতা’ শীর্ষক সংবাদের ব্যাখ্যা দিয়েছেন  ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন  সাদা দলের বর্তমান ও সাবেক আহ্বায়ক। প্রফেসর ড. মো. আখতার হোসেন খান, প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, প্রফেসর অধ্যাপক মো. লুৎফর রহমান ও প্রফেসর ড. মো. মোর্শেদ হাসান খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ব্যাখ্যা দেয়া হয়। এতে বলা হয়, উপর্র্যুক্ত শিরোনামের প্রকাশিত সংবাদটি তথ্যভিত্তিক নয়। প্রতিবাদলিপিতে বলা হয়, এ ব্যাপারে প্রকৃত তথ্য হলো-  সাদা দল ঢাকা  বিশ্ববিদ্যালয়ের  জাতীয়তাবাদী শিক্ষকদের একটি সংগঠন। এ সংগঠনটি পরিচালনার জন্য একটি লিখিত গঠনতন্ত্র রয়েছে। সম্প্রতি সাদা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয় এবং গঠনতান্ত্রিক বিধি মোতাবেক বর্তমান কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে (১৮:২) একজন আহ্বায়ক ও দু’জন যুগ্ম আহ্বায়কের নাম সুপারিশ করা হয়। আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম যে, বিধি মোতাবেক সুপারিশকৃত কমিটিকে বিতর্কিত করার জন্য একটি মহল অপপ্রয়াস চালায়। দৈনিক মানবজমিন-এর অনলাইন ভার্সনে প্রকাশিত সংবাদটিতে আমরা এরই প্রতিফলন দেখলাম। সংবাদে আমাদের জড়িয়ে যেসব তথ্য দেয়া হয়েছে তা সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিকর। এরসঙ্গে প্রকৃত সত্যের দূরতম কোনো সম্পর্ক নেই। এ সংবাদটিতে সম্পূর্ণ অযাচিতভাবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম জড়ানো হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে, এ কমিটি গঠন প্রক্রিয়ার সঙ্গে ওনাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আমরা এ কথাটিও উল্লেখ করতে চাই যে, এ সংবাদটি সম্পূর্ণ একপেশে। কেননা, আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হলেও প্রতিবেদক এ বিষয়ে আমাদের কারো মতামত নেননি। এটি অত্যন্ত  অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা এরও প্রতিবাদ জানাচ্ছি। উল্লেখ্য, ১০ই সেপ্টেম্বর, ২০১৮ সোমবার বিকাল ৫টায় সাদা দলের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সুপারিশ উপস্থাপন করা হলে সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়। সুতরাং আমরা একথা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে, কোনো ধরনের অনিয়মতান্ত্রিক পদ্ধতি বা কাউকে প্রভাবিত করে এ কমিটি গঠন করা হয়নি। বরং গঠনতন্ত্র অনুসরণ করে সম্মানিত শিক্ষকদের সুবিবেচনাপ্রসূত মতামতের ভিত্তিতে অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামকে আহ্বায়ক এবং অধ্যাপক মো. লুৎফর রহমান ও অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে যুগ্ম আহ্বায়ক করে সাদা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status