দেশ বিদেশ

‘জাতি একটা কঠিন সময় পার করছে’

স্টাফ রিপোর্টার

১২ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৯:৫০ পূর্বাহ্ন

জাতি আজ একটা কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব ও ২০দলীয় জোট নেতা গোলাম মোস্তফা ভূঁইয়া। তিনি বলেন, সকলের মনে প্রশ্ন নির্বাচনকে ঘিরে দেশে কি হতে যাচ্ছে? জনগণ কি ভোট দিতে পারবে? আমরা মনে করি সরকারি দল ও বিরোধী দলগুলো আলাপ-আলোচনার মাধ্যমে জনগণকে আশার আলো দেখাতে পারে। তিনি বলেন, রাজনীতি আজ মেধাহীনদের দখলে চলে যাচ্ছে। মেধাবীদের রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। ন্যাপ-এর সাবেক চেয়ারম্যান ও সাবেকমন্ত্রী শফিকুল গানি স্বপনের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ কনফারেন্স লাউঞ্জে ‘চলমান রাজনীতি: কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল তাদের অবহেলা করা ঠিক হবে না।
জাতীয়তাবাদী শক্তির উত্থান ঠেকানো সম্ভব হবে না। তাই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অশুভ প্রভাবমুক্ত সবার অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ প্রধানমন্ত্রীকেই নিতে হবে। তিনি বলেন, সরকারকে আরো নমনীয় হতে হবে। আলাপ-আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব।
ন্যাপ ঢাকা মহানগর সভাপতি শহীদুননবী ডাবলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় দল মহাসচিব রফিকুল ইসলাম, ন্যাপ ভাইস চেয়ারম্যান কাজী ফারুক হোসেন, যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, নগর সিনিয়র সহ-সভাপতি মতিয়ারা চৌধুরী মিনু ও যুগ্ম সম্পাদক শামিম ভূঁইয়া বক্তব্য দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status