বাংলারজমিন

ডা. মাহফুজুলকে উদ্ধার করতে সিলেটে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১২ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৯:৪৪ পূর্বাহ্ন

সিলেটের জকিগঞ্জ থেকে ডিবি পরিচয় দিয়ে তুলে নেয়া ডা. মাহফুজুল আলমকে উদ্ধার করতে সিলেটের পুলিশ সুপার বরাবরে আবেদন করেছেন তার শ্বশুর মো. মুরাদ উদ্দিন। তিনি পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে এ আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, গত ৬ই সেপ্টেম্বর রাতে ডিবি পরিচয় দিয়ে অজ্ঞাতনামা ৪ জন ব্যক্তি ডা. মাহফুজুল আলমের বসত বাড়িতে এসে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের কথা বলে তুলে নিয়ে যায়। তাকে তুলে নেয়ার ৫ দিন অতিবাহিত হলেও ডা. মাহফুজুল আলমের কোনো খোঁজ মিলছে না। এমনকি বর্তমানে তার ব্যবহৃত মোবাইল ফোন (০১৬১৩-৩১২৬৯০) নম্বরটিও বন্ধ রয়েছে। বর্তমানে ডা. মাহফুজুল কোথায় আছে, কেমন আছেন তার স্ত্রী-সন্তান কেউ জানেন না। তার পিতা মো. আব্দুল মন্নান ও মাতা জুবেদা খান হজ পালন শেষে সৌদি আরবে অবস্থান করছেন। ডা. মাহফুজুলকে তুলে নেয়ার পর দেশে-বিদেশে তার স্বজনরা চিন্তিত রয়েছেন। যদি ডা. মাহফুজুল আলম আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকেন তবে তার পরিবারকে এ বিষয়ে অবহিত করার জোর দাবি জানানো হয়। আর যদি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে না থাকেন তবে তাকে উদ্ধার করতে পুলিশ সুপারকে দ্রুত পদক্ষেপ গ্রহণে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান আবেদনকারী মুরাদ উদ্দিন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status