বাংলারজমিন

লালমনিরহাটে ৩ হাজার পরিবার পানিবন্দি

লালমনিরহাট প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৯:৩৩ পূর্বাহ্ন

বানের পানিতে ডুবে আছে লালমনিরহাটের ৩ হাজারের বেশি পরিবার। ঘর-বাড়িতে পানি উঠায় পরিবারগুলো খোলা আকাশের নিচে উঁচু স্থানে নিয়েছে আশ্রয়। বন্যার্ত পরিবারগুলোর মাঝে দেখা দিয়েছে খাদ্য সংকট। এরই সঙ্গে নদী ভাঙনের কবলে পড়ে এলাকা ছাড়ছে অনেকে। পরিবারগুলোর মাঝে সরকারিভাবে ত্রাণসামগ্রী না দেয়ায় রয়েছে কষ্টে। সোমবার রাত ১০টায় ভারত থেকে উজানের ঢল নেমে আসায় লালমনিরহাট জেলার তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ১৫ সে:মি: উপর দিয়ে পানি প্রবেশ করলে জেলার হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী, পাটিকাপাড়া, হলদীবাড়ী কালীগঞ্জ উপজেলার ভোটমারী, আদিতমারী উপজেলার মহিষখোঁচা,  গোবর্ধন ও লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ও কালমাটি এলাকায় প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। বন্যায় ক্ষতিগ্রস্ত খুনিয়াগাছ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমু জানান, আকস্মিক বন্যায় তার ইউনিয়নের ১ হাজারের বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ওদিকে মহিষখোঁচা ইউনিয়নের চেয়ারম্যান মোছাদ্দেক আলী জানান, মহিষখোচা এলাকায় পানিবন্দি পরিবারগুলোর মাঝে দ্রুত ত্রাণসামগ্রী প্রয়োজন। ওদিকে জেলা প্রশাসক মো. শফিউল আরিফ জানান, উপজেলা নিবাহী কর্মকতাদের পর্যাবেক্ষণ করার নির্দেশ প্রদান করা হয়েছে। ওদিকে মোগলহাট সীমান্ত দিয়ে ভারতের কুচবিহার জেলার দিনহাটা এলাকার ভারতীয় ৩৮ ব্যাটালিয়ন বিএসএফ এর গীতালদহ ক্যাম্পের টহল দল একটি কান্ট্রিবোট নিয়ে ধরলা নদীতে টহল দেয়ার সময় ধরলা নদীর প্রবল স্রোতে কান্ট্রিবোটসহ সীমান্ত পিলার ৯২৭/৪-এস এর নিকট দিয়ে স্রোতে ভেসে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। ধরলা নদীতে ঘেরুরঘাট নামক এলাকার কাশবনে আটকে থাকে। কান্ট্রিবোটে ৩ জন বিএসএফ সদস্য এবং ০২ জন ভারতীয় মাঝি ছিল। পরবর্তীতে ভারতের ৩৮ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট বাংলাদেশের মোগলহাট ব্যাটালিয়ন অধিনায়কের মাধ্যমে যোগাযোগ করে বিএসএফ সদস্যদেরকে উদ্ধার এর জন্য সাহায্য  চায়। পরে ভারত থেকে আরো ৫ জন বিএসএফ সদস্য এলে বিজিবি’র টহল দল বিএসএফ’র সকল সদস্যদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ভারতের অভ্যন্তরে প্রেরণ করে। এ ব্যাপারে বিএসএফ-এর পক্ষ হতে ভূয়সী প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বলে জানিয়েছে লালমনিরহাট ১৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম মোর্শেদ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status