বাংলারজমিন

জলঢাকায় ৭৯ জন সহকারী শিক্ষক প্রধান শিক্ষক হলেন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৯:৩৩ পূর্বাহ্ন

জলঢাকায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ৭৯ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের শূন্যপদে চলতি দায়িত্ব পালনের জন্য পদায়ন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ২৭শে আগস্ট এ সংক্রান্ত একটি আদেশে নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ৩২৩ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের শূন্যপদে পদায়ন করা হয়েছে। আর এর মধ্যে ৭৯ জনেই  জলঢাকায়। গত ৬ই সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওসমান গনি স্বাক্ষরিত অফিস আদেশে পদায়নকৃত শিক্ষকদের নাম ও স্কুলের তালিকা উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে এবং তাদের আগামী ২০শে সেপ্টেম্বরের মধ্যে যোগদান করতে বলা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজল কুমার সরকার বলেন, সদ্য পদায়নকৃত প্রধান শিক্ষকগণ প্রায় সবাই যোগদান করেছেন। প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর প্রাথমিক শিক্ষায় অনেক উন্নয়ন সাধিত হবে। তিনি আরো বলেন, আশা করছি চলতি দায়িত্বে থাকাকালীন সময়ে সব শিক্ষক শিক্ষার্থীদের পাঠদানসহ অন্যান্য কাজ নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করবে বলে আমার বিশ্বাস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status