বাংলারজমিন

বেনাপোল বন্দরে হাইপাওয়ার পরামর্শক কমিটির মিটিং

বেনাপোল প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৯:৩৩ পূর্বাহ্ন

বেনাপোল বন্দর দিয়ে আমদানি- রপ্তানি বাণিজ্যকে আরো গতিশীল, রাজস্ব আয় বৃদ্ধি ও বন্দরে নিরাপওা নিশ্চিত করতে অর্থমন্ত্রীর নির্দেশে গঠিত হাইপাওয়ার পরামর্শক কমিটির মিটিং গতকাল বিকালে বেনাপোল  কাস্টমস হাউস ক্লাব মিলনায়তনে  অনুষ্ঠিত হয়েছে।
পরামর্শক কমিটির মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বন্দরের ডাইরেক্টর আমিনুল ইসলাম। পরামর্শক কমিটির মিটিংয়ে কাস্টমস, বন্দর, পুলিশ, বিজিবি ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বন্দরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন কাস্টমসের অতিরিক্ত কমিশনার জাকির হোসেন, যগ্ম কমিশনার শহিদুল ইসলাম বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সহ-সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি মহসিন মিলন, ট্রাক মালিক সমিতির সভাপতি আলাহাজ শামসুর রহমান, বেনাপোল পোর্ট থানার ওসি মাসুদ করিম, ভারত-বাংলাদেশ চেম্বারের বন্দর সাব-কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান।
বেনাপোল কাস্টমস হাউসে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে মূল ফটকে মেটাল ডিটেকক্টর ও আন্ডার ভেহিকেল ইন্সপেকশন মিরর এর  উদ্ভোধন করা হয়। এ সময় ব্যবসায়ীরা বলেন, জঙ্গি হামলা হতে পারে এ আশঙ্কায় বেনাপোল কাস্টম হাউসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এ ব্যবস্থা নিয়েছেন কাস্টম কর্তৃপক্ষ।
বেনাপোল কাস্টম কমিশনার বেলাল হোসেন চৌধুরী বলেন, কাস্টমস ও বন্দর ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status