এক্সক্লুসিভ

ছুটি শেষে না ফেরায় দুই শিক্ষকের নিয়োগ বাতিল

ঢাবি’র ৫১তম সমাবর্তন বক্তা অধ্যাপক আনিসুজ্জামান

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

১২ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৯:০৯ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের নাম চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সিন্ডিকেট ছুটি শেষে নির্ধারিত সময়ে বিভাগে যোগ না দেয়ায় দু’শিক্ষকের নিয়োগ বাতিল করেছে। ছুটিতে থাকা বেশ কয়েকজন শিক্ষককে আগামী আট সপ্তাহের মধ্যে বিভাগে যোগ দিতে নির্দেশ দিয়েছে। অন্যদিকে সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক নিয়োগে সিলেকশন বোর্ড কর্তৃক সুপারিশকৃত বিতর্কিত একজনের সুপারিশ বাতিল করে তিনজনের জায়াগায় দু’জনকে নিয়োগ দিয়েছে সিন্ডিকেট। বিষয়গুলো নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য হুমায়ুন কবির। তিনি বলেন, সিন্ডিকেট সমাবর্তন বক্তা হিসেবে অধ্যাপক আনিসুজ্জামানের নাম চূড়ান্ত করেছে। শিক্ষাছুটি শেষে না ফেরায় দু’জনের নিয়োগ বাতিল ও বেশ কয়েকজনকে আট সপ্তাহের মধ্যে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও সমাজবিজ্ঞান বিভাগে তিনজনের জায়গায় দু’জনকে প্রভাষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সিন্ডিকেট সূত্রে জানা গেছে, আগামী ৬ই অক্টোবর অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দিবেন জাতীয় অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। তার নাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট চূড়ান্ত করেছে। যদিও এর আগে গত ৩০শে এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ৫১তম সমাবর্তনে বক্তা হিসেবে লাইবেরিয়ার নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মিজ লেমাহ গবায়েইকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছিল। এছাড়াও বিদেশে পিএইচডি করতে গিয়ে শিক্ষা ছুটির নির্দিষ্ট সময় পার হলেও বিভাগে যোগদান না করায় সিন্ডিকেট দু’শিক্ষকের নিয়োগ বাতিল করেছে। নিয়োগ বাতিল হওয়া দু’শিক্ষক হলেন- অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মাশফিকুর রহমান খান এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রভাষক তামান্না আফরিন রিমি। অন্যদিকে সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠায় একজনের নিয়োগ বাদ দিয়েছে সিন্ডিকেট। নিয়োগে বাদ পড়া প্রার্থীর নাম এসএম ফাইজুল হক ইশান। তার থিসিস সুপারভাইজার ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম। তাকে বিভাগ কর্তৃক ইচ্ছাকৃত শিক্ষক বানানোর প্রচেষ্টা চালানো হয়েছিল বলে অন্য প্রার্থীদের অভিযোগ ছিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status