খেলা

শীর্ষে সিমোনা হালেপ সাত নম্বরে ওসাকা

স্পোর্টস ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৯:০৩ পূর্বাহ্ন

ডব্লিউটি’র (উইমেন’স টেনিস এসোসিয়েশন) প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন রুমানিয়ার সিমোনা হালেপ। দুই নম্বরে ডেনমার্কের ক্যারোলিনা ওজনিয়াকি। হালেপ চলতি বছর ফরাসি ওপেন জিতেছেন। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেও ক্যারোলিনার কাছে হারেন। আর সদ্য শেষ হওয়া ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নেন হালেপ। তবে এবার যার র‌্যাঙ্কিংয়ের দিকে চোখ ছিল সবার, সেই নাওমি ওসাকা ১২ ধাপ এগিয়ে উঠে এলেন সাত নম্বরে। শনিবার সেরেনা উইলিয়ামসকে হারিয়ে যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন ওসাকা। প্রথম জাপানি খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম খেতাব জেতার নজির গড়লেন তিনি। ফ্লাশিং মিডোয় আলো জ্বেলেছেন ৬-২, ৬-৪ সেটে ম্যাচ জিতে নেন ওসাকা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্লোয়ান স্টিফেন্স ছয় ধাপ নেমে এখন রয়েছেন নয় নম্বরে। ইউএস ওপেনের শেষ আটে আনাসতাসিজা সেভাস্তোভার কাছে হারেন তিনি।

টেনিস র‌্যাঙ্কিংয়ের প্রথম ১০ মহিলা খেলোয়াড়
সিমোনা হালেপ (রুমানিয়া) ৮,০৬১ পয়েন্ট
ক্যারোলিন ওজনিয়াকি (ডেনমার্ক) ৫,৯৭৫ পয়েন্ট
অ্যাঞ্জেলিক কারবার (জার্মানি) ৫,৪২৫ পয়েন্ট
ক্যারোলিন গ্রেসিয়া (ফ্রান্স) ৪, ৭২৫ পয়েন্ট
পেত্রা কিটোভা (চেক প্রজাতন্ত্র) ৪,৫৮৫ পয়েন্ট
এলিনা সিতোলিনা (ইউক্রেন) ৪,৫৫৫ পয়েন্ট
নাওমি ওসাকা (জাপান) ৪,১১৫ পয়েন্ট
ক্যারোলিনা প্লিসকোভা (চেক প্রজাতন্ত্র) ৪,১০৫ পয়েন্ট
স্লোয়ান স্টিফেন্স (মার্কিন যুক্তরাষ্ট্র) ৩, ৯১২ পয়েন্ট
জেলেনা ওস্কাপেঙ্কো (লাটভিয়া) ৩, ৭৮৭ পয়েন্ট
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status