খেলা

কোহলির ‘গোল্ডেন ডাক’

স্পোর্টস ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৯:০১ পূর্বাহ্ন

ইংল্যান্ডের মাটিতে নিজের দুর্দান্ত সিরিজের শেষ ইনিংসে ‘গোল্ডেন ডাক’র শিকার বিরাট কোহলি। ব্যাট হাতে ভারতের হয়ে সাড়ে পাঁচ বছর পর প্রথম বলেই আউট হন তিনি। স্টুয়ার্ট ব্রডের অফস্টাম্পের বাইরের ডেলিভারি কোহলির ব্যাট ছুঁয়ে জনি বেয়ারস্টোর গ্লাভসে আশ্রয় নেয়। আর কোহলির বিদায়ে লন্ডনের কেনিংটন ওভালে পঞ্চম টেস্টে ৪৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ রান তুলতেই ৩ উইকেট হারায় আগেই সিরিজ হাতছাড়া করা টিম ইন্ডিয়া। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি কোহলির চতুর্থ ‘গোল্ডেন ডাক’। সবশেষ ২০১৩ সালের জানুয়ারিতে ধর্মশালায় ইংলিশদের বিপক্ষে ওয়ানডে ম্যাচে এমন অভিজ্ঞতা নেন ভারতীয় অধিনায়ক। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে সফরকারী দলের তৃতীয় অধিনায়ক হিসেবে ৬০০ রান থেকে ৭ রান দূরে থাকলেন কোহলি। এ তালিকায় শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স (৫ টেস্টে ৭২২ রান, ১৯৬৬ সাল)। দ্বিতীয় অবস্থানে দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ (৫ টেস্টে ৭১৪ রান, ২০০৩ সাল)। কোহলির ৫৯.৩০ গড়ে ৫৯৩ রান ইংল্যান্ডে সফরকারী দলের অধিনায়কদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। তার সামনে অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যালান বোর্ডার (৬ টেস্টে ৫৯৭ রান, ১৯৮৫ সাল)। শেষ ইনিংসে ‘গোল্ডেন ডাক’ নিয়েও সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকায় কোহলির ধারেকাছে কেউ নেই। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ইংল্যান্ডের জস বাটলার (৩৪৯) ও অ্যালেস্টার কুক (৩২৭)। ইংলিশ কন্ডিশন জয় করা কোহলি দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি হাঁকান। সর্বোচ্চ ইনিংস ১৪৯।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status