খেলা

৩৩ বোতল বিয়ার পেলেন কুক

স্পোর্টস ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৯:০১ পূর্বাহ্ন

বয়স ৩৩। ৩৩তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে শেষ করেন আন্তর্জাতিক ক্যারিয়ার। আর বিদায় উপহার হিসেবে ৩৩ বোতল বিয়ার উপহার পেলেন ইংলিশ ওপেনার অ্যালেস্টার কুক! মাথা উঁচু করে টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যারিয়ারের প্রথম ও শেষ ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর বিরল কীর্তিতে নাম লেখান। ওভালে ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টের চতুর্থ দিনে রূপকথার জন্ম দিয়ে সংবাদ সম্মেলনে আসেন কুক। আর সেখানেই তার হাতে ৩৩ বোতল বিয়ার তুলে দেন একদল ইংরেজ সাংবাদিক। কুকের জন্য এই ৩৩ বোতল বিয়ার তার ৩৩টি টেস্ট সেঞ্চুরিকে স্মরণীয় করে রাখতে। সাউদাম্পটনে চতুর্থ টেস্ট জিতে সিরিজও নিজেদের করে নেয় ইংল্যান্ড। ওই ম্যাচ শেষে অবসরের ঘোষণা দেন কুক। এই সিদ্ধান্ত নিতে কান্না আর আবেগ সংবরণ করতে কয়েক বোতল বিয়ার সাবাড় করেছিলেন তিনি। ঘটনাটা কুক নিজ মুখে বলার পরই হয়তো সংবাদকর্মীরা তাকে বিয়ার উপহার দেয়ার সিদ্ধান্ত নেন। আগের চার ম্যাচে একটি ফিফটির দেখাও পাননি কুক। আর বিদায়ী টেস্টে খেলেন ৭১ ও ১৪৭ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ফিফটি ছুঁয়েই ইতিহাসের অংশ হয়ে যান তিনি। ক্যারিয়ারের প্রথম ও শেষ টেস্টের চার ইনিংসেই ৫০ ছাড়ানো ইনিংস খেলার রেকর্ডে দক্ষিণ আফ্রিকার ব্রুস মিচেলের একাকিত্ব ঘোচান। সেঞ্চুরি করার পথে কুমার সাঙ্গাকারাকে টপকে হন টেস্টে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৬১ টেস্ট আর ২৯১ ইনিংস খেলে কুকের নামের পাশে ১২,৪৭২ রান। সাদা পোশাকে কয়েকটি একক রেকর্ডের মালিক কুক। টেস্টে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ইংলিশদের হয়ে সবচেয়ে বেশি ১৬১ ম্যাচ খেলেন। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে সর্বাধিক ৫৯ টেস্টে নেতৃত্ব দেন। আর বিশ্বের যেকোনো খেলোয়াড় হিসেবে টানা ১৫৯ টেস্ট ম্যাচ খেলার রেকর্ডও কুকের নামের পাশে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status