খেলা

মিরপুরে যুব এশিয়া কাপের ফাইনাল

স্পোর্টস রিপোর্টার

১২ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৯:০০ পূর্বাহ্ন

২৯শে সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে যুব এশিয়া কাপ। এবারের আয়োজক বাংলাদেশ। এরই মধ্যে সূচি ঘোষণা করা হয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ আসরের ফাইনাল ২রা অক্টোবর। চূড়ান্ত সূচি ঘোষণার আগে পরিবর্তন হয়েছে ভেন্যুরও। শেষ মুহূর্তে ভেন্যুর তালিকায় যোগ হয়েছে মিরপুর ও বিকেএসপি। ড্রেনেজ ব্যবস্থা মানসম্মত না হওয়ায় বাদ পড়েছে কক্সবাজার। দুটি গ্রুপে ভাগে হয়ে খেলবে এশিয়ার ৮ দেশ। ‘এ’ গ্রুপে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত, আফগানিন্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে গড়াবে চারটি ম্যাচ। ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ ও ৪ নম্বর মাঠে মুখোমুখি হবে যথাক্রমে ভারত-নেপাল এবং আফগানিস্তান-আরব আমিরাত। ‘বি’ গ্রুপের ম্যাচে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে মুখোমুখি পাকিস্তান-হংকং। আর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status