খেলা

বার্সা-রিয়ালকে সিমিওনের চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৮:৫৮ পূর্বাহ্ন

ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ায় রিয়াল মাদ্রিদকে ‘দুর্বল দল’ বলে খোঁচা দেন লিওনেল মেসি। প্রতিক্রিয়ায় বার্সেলোনা তারকাকে এ নিয়ে মাথা ঘামাতে না করেন রিয়ালের নতুন কোচ হুলেন লোপেতেগি। এবার স্বদেশী মেসির সঙ্গে সুর মেলালেন রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে। রোনালদোকে ছাড়া রিয়ালকে প্রায় নিজেদের মানের দল হিসেবে দেখছেন তিনি। বার্সাকেও চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন এই আর্জেন্টাইন কোচ। গত জুলাইয়ে ৯ বছরের রিয়াল অধ্যায়ের ইতি টেনে জুভেন্টাসে পাড়ি জমান গ্যালাকটিকোদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৪৫০) রোনালদো। রিয়ালকে টানা তিনবার ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পর্তুগিজ সুপারস্টার। নতুন মৌসুমে প্রথম পরীক্ষাতেই রোনালদোর অভাব অনুভব করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। গত মাসে ইউয়েফা সুপার কাপে রিয়ালের বিপক্ষে ৪-২ গোলের জয়ে শিরোপা উৎসব করে অ্যাটলেটিকো। রিয়ালকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে থেকে লা লিগার গত মৌসুম শেষ করে তারা। সিমিওনের বিশ্বাস, অ্যাটলেটিকো এখন নগর প্রতিদ্বন্দ্বীদের আরো কাছাকাছি অবস্থানে। তিনি বলেন, ‘ক্লাবের পারফরম্যান্স ও ব্যক্তিগত নৈপুণ্যে আমরা মাদ্রিদ কিংবা বার্সার চেয়ে খারাপ দল নই। রোনালদোর অনুপস্থিতিতে আমরা নিশ্চিতভাবেই রিয়াল মাদ্রিদের লেভেলে পৌঁছেছি।’ এবার লা লিগার শুরুটা ভালো হয়নি অ্যাটলেটিকোর। প্রথম তিন ম্যাচে ১ জয়, ১ ড্র, ১ হার দেখে ইউয়েফা ইউরোপা লীগ চ্যাম্পিয়নরা। লা লিগায় চলতি মাসেই ‘মাদ্রিদ ডার্বি’ দেখবে ফুটবলপ্রেমীরা। সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী ২৯শে সেপ্টেম্বর সিমিওনের অ্যাটলেটিকোকে আতিথ্য দেবে লোপেতেগির রিয়াল।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status