খেলা

মার্সেলোর জেল-জরিমানা

স্পোর্টস ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৮:৫৮ পূর্বাহ্ন

কর ফাঁকির মামলায় মার্সেলোকে চার মাসের স্থগিত কারাদণ্ডাদেশ ও ৭ লাখ ৫০ হাজার ইউরো জরিমানা করেছেন স্পেনের আদালত। শাস্তি মেনে নিয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান লেফটব্যাক মার্সেলো। জরিমানার অঙ্ক বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ২৭ লাখের বেশি। জেলে একদিনও থাকতে হবে না মার্সেলোকে। স্পেনের আইনে উল্লেখ রয়েছে, অহিংস প্রথম অপরাধের ক্ষেত্রে দুই বছর বা তার কম সময়ের সাজা হলে জেলে যেতে হবে না। গতকাল কোর্টে উপস্থিত থেকে দোষ স্বীকার করার কথা মার্সেলোর। এতে শাস্তির পরিমাণ কমতে পারে। ১০ বছরের বেশি সময় ধরে মাদ্রিদে থাকছেন ৩০ বছর বয়সী মার্সেলো। ২০০৭ সালে রিয়ালে যোগ দেন তিনি। মার্সেলোর বিরুদ্ধে অভিযোগ, ২০১১ ও ২০১৩ সালের মধ্যে ছবিস্বত্ব থেকে ১ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন তিনি। স্পেনে কর ফাঁকির অভিযোগে সবশেষ সংযোজন মার্সেলো। অতীতে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো, হোসে মরিনহো, লুকা মদরিচ, হাভিয়ের মাশ্চেরানো ও অ্যাঙ্গেল ডি মারিয়ার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে ব্যবস্থা নেয়া হয়। ২১ মাসের সাজার পরিবর্তে ২ লাখ ৫০ হাজার ইউরো জরিমান দেন বার্সেলোনা সুপারস্টার মেসি। দুই বছরের জেল ও ১৯ মিলিয়ন ইউরো জরিমানা করা হয় রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেয়া রোনালদোকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status