বাংলারজমিন

সেনবাগে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৩টি পদ শূন্য

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৮:৪৮ পূর্বাহ্ন

সেনবাগ সরকারি কলেজ, সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ৫৩টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। প্রায় এক যুগ ধরে ৩টি প্রতিষ্ঠানে তীব্র শিক্ষক সংকটে দারুণভাবে ফলাফল বিপর্যয়ের ঘটনা ঘটছে প্রতি বছর। এতে শিক্ষার্থীসহ অভিভাবকরা চরম উদ্বিগ্ন। এসব শূন্যপদ পূরণের দাবিতে বার বার মানববন্ধন, স্মারকলিপি পেশ করেছে ছাত্র, শিক্ষক, অভিভাবক, সাংবাদিকসহ স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো।
সরজমিন প্রতিষ্ঠান সূত্র জানায়, সেনবাগ সরকারি কলেজে পদ সংখ্যা ২০টি কর্মরত রয়েছেন মাত্র ৭ জন শিক্ষক, শূন্য পদ ১৩। ৩৬তম বিসিএস থেকে ৪ জন শিক্ষকের অর্ডার হলেও তারা আজও যোগদান করেননি।
সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পদ সংখ্যা ২৫। প্রধান শিক্ষকসহ গুরুত্বপূর্ণ বিষয়ের শূন্য পদ রয়েছে ১৯টি। অফিস সহকারীসহ কর্মচারীর ৬টি পদের মধ্যে ৪টি খালি রয়েছে দীর্ঘদিন। এখানে শিক্ষার্থী ৫৭০ জন। ৩৪তম ও ৩৫তম বিসিএস থেকে ৩ জন শিক্ষক পোস্টিং দিলে ও তারা আদৌ কর্মস্থলে আসেননি। সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পদ সংখ্যা ২৫টি। প্রধান  শিক্ষক, ইংরেজিসহ গুরুত্বপূর্ণ ২০টি পদই শূন্য রয়েছে। কর্মরত আছেন ৫ জন শিক্ষক। নৈশপ্রহরী নেই। ৬৮৭ শিক্ষার্থীকে ৫ জন শিক্ষক পাঠদান করাতে হিমশিম খাচ্ছে প্রতিনিয়ত।
৩টি প্রতিষ্ঠানে ২৫০৭ জন শিক্ষার্থীকে পাঠদান করাচ্ছেন মাত্র ১৮ জন শিক্ষক। ৫৩ জনের পদ শূন্য থাকায় দাবিতে ফুঁসে উঠছে সেনবাগ। সকলের দাবি ন্যূনতম সময়ের মধ্যে এসব শূন্য পদ পূরণে কার্যকর ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status