অনলাইন

দেশের পাঁচটি বিমানবন্দর পরিত্যক্ত

অনলাইন ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:২২ পূর্বাহ্ন

দেশের পাঁচটি বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য মো. নূরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে এ কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

তিনি আরও বলেন, পরিত্যক্ত বিমানবন্দরগুলো হচ্ছে- ঈশ্বরদী বিমানবন্দর, ঠাকুরগাঁও বিমানবন্দর, শমসেরনগর বিমানবন্দর, লালমনিরহাট বিমানবন্দর ও কুমিল্লা বিমানবন্দর। পড়ে থাকা বিমানবন্দরের মধ্যে তিনটি চালু করার পরিকল্পনা সরকারের রয়েছে। তবে তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status