অনলাইন

কক্সবাজারে বাস লেগুনার সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের

অনলাইন ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ১:৫৫ পূর্বাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় স্টার লাইন বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৬জন যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন যাত্রী। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী নতুন রাস্তার মাথা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও চিরিংগা হাইওয়ে পুলিশ সূত্রে জানায়, কক্সবাজারগামী স্টার লাইন পরিবহনের একটি বাস সকাল ১১ টার দিকে মহাসড়কের বরইতলী নতুন রাস্তার মাথা ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা লোহাগাড়ামুখী একটি লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার এক নারী যাত্রী নিহত হন। পরে চকরিয়া ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ইউনিক হাসপাতালে ১জন এবং উপজেলা কমপ্লেক্সে ৪ জনসহ মোট ৬জন নিহত হন। নিহত ৬ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, চকরিয়ার হারবাং পাহাড়তলী গ্রামের সাইফুল আলমের ছেলে মোঃ আবুল কাসেম (২৭), একই এলাকার মনছুর আলমের ছেলে জহির আহমদ (৩২), লেগুনা চালক চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আধুনগর গ্রামের আহমদ হোসেনের ছেলে খাইর আহমদ (৪০)। আর পরিচয় না পাওয়া নিহত ৩ জনই নারী। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দিন মো: শিবলী নোমান।
চকরিয়ার চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ (এসআই) খলিলুর রহমান জানিয়েছেন, স্টার লাইন বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬ জনের লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। লাশ সনাক্ত করে স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তরর করা হবে। দুর্ঘটনা পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status