খেলা

রোনালদো নয়, মদরিচই যোগ্য: রামোস

স্পোর্টস ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ১:১৯ পূর্বাহ্ন

ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ক’দিন আগেই ইউয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন লুকা মদরিচ। রিয়াল মাদ্রিদের এই তারকা ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লীগ জেতায় বড় অবদানতো রেখেছেনই, বিশ্বকাপেও খেলেছেন দারুণ। নিজ দেশ ক্রোয়েশিয়াকে প্রথমবারের মতো নিয়ে যান বিশ্বকাপের ফাইনালে। জেতেন গোল্ডেন বল পুরস্কার। রিয়াল মাদ্রিদ ও স্পেন অধিনায়ক সার্জিও রামোস বলছেন, ইউয়েফার পুরস্কারে রোনালদোর চেয়ে যোগ্য ছিলেন মদরিচই। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লীগে বড় ভূমিকা ছিল রোনালদোরও। কিন্তু রিয়ালের সঙ্গে নয় বছরের সম্পর্ক ছিন্ন করে এ মৌসুমে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে পাড়ি দেন সি আর সেভেন। মদরিচ রোনালদোকে হটিয়ে ইউয়েফার সেরা হওয়ার পর অবশ্য খুব একটা অবাক হননি কেউ। বিশ্বকাপ সাফল্য বিবেচনায় অনেকেই বলেছেন যোগ্যতর হিসেবেই সেরা হয়েছেন মদরিচ। কিন্তু রামোস যে একধাপ এগিয়েই বলছেন। রিয়াল অধিনায়ক বলেন, হয়তোবা কিছু খেলোয়াড় অনেক বাণিজ্য-প্রসবা হতে পারে, অনেক বাড় নাম হতে পারে, কিন্তু মদরিচ এই পুরস্কারের দাবি রাখে। রিয়ালে রোনালাদো ও রামোসের সম্পর্কটা অবশ্য খুব মধুরই ছিল সব সময়। সম্পর্কের অবনতির খবর কখনোই শোনা যায়নি। গতকাল ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে বন্ধু মদরিচের প্রশংসা করে রামোস বলেন, মদরিচের মতো কিছু খেলোয়াড় আছে যাদের আমার দলে পেয়ে আমি গার্বিত। সে বন্ধু হিসেবে দারুণ এবং খেলোয়াড় হিসেবেও দারুণ। সে গুটিকয়েক খেলোয়াড়দের মধ্যে এমন একজন, যদি সে এই পুরস্কার জেতে, এতে আমি এতো খুশি হই যেন পুরস্কারটা তারা আমাকেই দিয়েছে। ইউয়েফা’র সেরা হওয়ার পর ফিফার দ্যা  বেস্ট পুরস্কারেও সেরা তিনে আছেন মদরিচ। যেখানে তার সঙ্গে রয়েছেন রোনালদো ও সালাহ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status