ভারত

পশ্চিমবঙ্গে ছাই বোঝাই বাংলাদেশি জাহাজডুবি

কলকাতা প্রতিনিধি

১১ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ১১:৫৫ পূর্বাহ্ন

বিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত ছাই বোঝাই একটি বাংলাদেশি জাহাজ পশ্চিমবঙ্গের মহিষাদলের কাছে হরিবল্লভপুরে হুগলি নদীতে মঙ্গলবার ভোরে ডুবে গিয়েছে। এমবি সোম ৩ নামের এই জাহাজটি কলকাতা ইলেকট্রিক সাপ্লাই করপোরেশনের বজবজ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ছাই (ফ্লাই অ্যাশ)  বোঝাই করে বাংলাদেশ অভিমুখে রওনা হয়েছিল। জাহাজটিতে ক্যাপ্টেন সহ মোট ১০ জন কর্মী ছিলেন। পুলিশ স্থানীয় মৎসজীবীদের সহযোগিতায় সকলকেই  উদ্ধার করেছে। সুতাহাটা থানার ওসি জলেশ্বর তেওয়ারি জানিয়েছেন, জাহাজের স্থানীয় আধিকারিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে। প্রায় প্রতিবছরই ছাই বোঝাই বাংলাদেশি জাহাজ হুগলি নদী ও সুন্দরবন অঞ্চলের মুখে ডুবে বিপত্তি তৈরি করে বলে স্থানীয় প্রশাসনের অভিযোগ। পরিবেশকর্মীদের অভিযোগ, জাহাজগুলির ফিটনেস সার্টিফিকেট নেই সন্দেহ রয়েছে। সেই সঙ্গে অতিরিক্ত ছাই বোঝাই করারও অভিযোগ রয়েছে। ডুবে যাওয়া জাহাজের ছাইয়ে পরিবেশ বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে বলে তাদের আশঙ্কা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status