বিশ্বজমিন

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ১৯

মানবজমিন ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ১১:১৩ পূর্বাহ্ন

দক্ষিণ সুদানে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। রোববার বিমানটি বিধ্বস্ত হয়ে একটি নদীতে পতিত হয়। পরে উদ্ধারকর্মীরা মোট ২২ আরোহীর ৩ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, দুর্ঘটনা কবলিত বিমানটি রোববার রাজধানী জুবার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ইরোল শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি পাশ্ববর্তী নদীতে বিধ্বস্ত হয়। দেশটির তথ্যমন্ত্রী তাবান আবেল আগুয়েক বলেন, উদ্ধারকর্মীরা বিমানের কো-পাইলট ও এক শিশুসহ মোট তিনজনকে উদ্ধার করেছেন। ১৯ সিটের বিমানটি মোট ২২ জন যাত্রী নিয়ে  যাত্রা শুরু করেছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, ধোয়াটে আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। উদ্ধারকৃতদের শারিরীক অবস্থা বেশ স্থীতিশীল রয়েছে। জরুরি সার্জারি করার জন্য আহত একজনকে ইরোল থেকে জুবায় উড়িয়ে আনা হয়েছে। নিহতদের মধ্যে ইরোলের অ্যাংলিকান চার্চের বিশপ সাইমন আদাতও রয়েছেন। যুদ্ধ-প্রবণ দক্ষিণ সুদানে সাম্প্রতিক কয়েক বছরে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। ২০১৫ সালে জুবা বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পর একটি বিমান বিধ্বস্ত হয়ে ৩৬ জন নিহত হয়। গত বছরে রানওয়েতে একটি বিমানে আগুন ধরে যায়। তবে তখন বিমানটির আরোহীরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status