খেলা

৩৬ বছর পর স্পেনের ‘লন্ডন জয়’

স্পোর্টস ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ৯:৫৯ পূর্বাহ্ন

ইউয়েফা নেশন্স লীগের শুরুটা ভালো হলো না রাশিয়া বিশ্বকাপে আলো ছড়ানো ইংল্যান্ডের। কোচ গ্যারেথ সাউথগেটের দলকে তাদেরই মাঠে হারিয়ে শুভ সূচনা করেছে স্পেন। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার ‘এ’ লীগে গ্রুপ-৪ এর ম্যাচে পিছিয়ে পড়েও ২-১ গোলে জেতে সাবেক বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়নরা। ১৯৮২ সালের পর ওয়েম্বলিতে প্রথমবারের মতো জয় পেলো স্পেন। অন্যদিকে, ২৪ ম্যাচ পর এই মাঠে হারলো ইংল্যান্ড। শেষবার ২০০৭ সালে ক্রোয়েশিয়ার কাছে ৩-২ গোলে হেরেছিল তারা। ১৯৮২ সালে এই মাঠে স্পেনের প্রথম জয়ে ছিলেন মার্কোস আলোনসো পেনা। ৩৬ বছর পর দ্বিতীয় জয়ে অবদান রেখেছেন তারই ছেলে মার্কোস আলোনসো। এরই সঙ্গে রাশিয়া বিশ্বকাপের পর দায়িত্ব নেয়া লুইস এনরিকের অধীনে জয়ে শুরু হলো স্প্যানিশ ফুটবলের নতুন অধ্যায়। শনিবার ম্যাচের একাদশ মিনিটে গোছানো এক আক্রমণে এগিয়ে যায় ইংল্যান্ড। বাঁ-দিক থেকে লুক শ’র বাড়ানো ক্রস পেয়ে কোনাকুনি শটে গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ড। পাল্টা জবাব দিতে একদমই দেরি করেনি স্পেন। ত্রয়োদশ মিনিটে ডি-বক্সের মধ্যে কিছুটা এগিয়ে এক জনকে কাটিয়ে রদ্রিগোর দেয়া ব্যাক-পাস জটলার মধ্যে পেয়ে ডান পায়ের শটে সমতাসূচক গোলটি করেন অ্যাটলেটিকো মাদ্রিদ মিডফিল্ডার সাউল নিগেস। ৩৫তম মিনিটে বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার থিয়াগো আলকানতারার ফ্রি-কিকে বল বক্সে পেয়ে বাঁ-পায়ের টোকায় গোল করে দলকে এগিয়ে নেন ভালেন্সিয়ার ফরোয়ার্ড রদ্রিগো। তিন মিনিট পরই সমতায় ফিরতে পারতো স্বাগতিকরা। কিন্তু ক্লাব সতীর্থ মিডফিল্ডার জেসে লিনগার্ডের ক্রসে র‌্যাশফোর্ডের হেড ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ডেভিড ডি গেয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে হেড করতে গিয়ে প্রতিপক্ষের দানি কারভাহালের সঙ্গে ধাক্কায় মাথায় আঘাত পান লুক শ। বেশ কিছুক্ষণ ধরে মাঠে প্রাথমিক চিকিৎসা চলার পর তাকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয়। বদলি নামেন টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার ড্যানি রোজ। ৮১তম মিনিটে দলকে সমতায় ফেরানোর সহজ সুযোগ নষ্ট করেন র‌্যাশফোর্ড। ডি-বক্সে তার নেয়া শট দি গেয়ার পায়ে প্রতিহত হয়। পরে ম্যাচের যোগ করা সময়ের সপ্তম মিনিটে জালে বল পাঠিয়েছিল ইংল্যান্ড। কিন্তু শট নেয়ার আগমুহূর্তে গোলরক্ষককে ফাউলের দায়ে বদলি নামা ড্যানি ওয়েলব্যাকের সে প্রচেষ্টা বাতিল করে দেন রেফারি। এদিন আলাদা ম্যাচে ‘এ’ লীগের গ্রুপ-২ এ ঘরের মাঠে আইসল্যান্ডকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে সুইজারল্যান্ড। ‘বি’ লীগের গ্রুপ-৩ এ উত্তর আয়ারল্যান্ডের মাঠে ২-১ গোলে জিতেছে বসনিয়া-হার্জেগোভিনা। ‘সি’ লীগের গ্রুপ-২ এ হাঙ্গেরির বিপক্ষে নিজেদের মাঠে ১-০ গোলে জিতেছে ফিনল্যান্ড। ‘ডি’ লীগে গ্রুপ-২ এ স্যান ম্যারিনোকে ৫-০ গোলে হারিয়েছে বেলারুশ। আগামী মাসের শেষের দিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে ইউয়েফা নেশন্স লীগের দ্বিতীয় ম্যাচ খেলবে ইংল্যান্ড। এর আগে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লায়ন্সরা। ঘরের মাঠে আগামীকাল ক্রোয়েশিয়াকে আতিথেয়তা দেবে স্পেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status