ভারত

পশ্চিমবঙ্গে ফের ব্রীজ ভেঙ্গে পড়েছে

কলকাতা প্রতিনিধি

৭ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, ১০:১৩ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে ফের ব্রীজ ভেঙ্গে পড়েছে। দক্ষিন কলকাতায় মাঝেরহাট ব্রীঝ বেঙ্গে পড়ার চার দিনের মধ্যে উত্তর বঙ্গের শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়ায় শুক্রবার একটি কংক্রিটের ব্রীজ অতর্কিতেই বেঙ্গে পড়েছে। ব্রীজটি উপর দিয়ে তখন একটি ইটবোঝাই লরি যাচ্ছিল। ভার বহন করতে না পেরেই ব্রীজটি ভেঙ্গে পড়েছে বলে মনে করা হচ্ছে। ফাঁসিদেওয়া ব্লকের মানগছ এলাকায় পিছলা নদীর উপর ২০০২ সালে প্রায় ৭০ মিটার লম্বা এই ব্রিজটি তৈরি করা হয়েছিল। এই ফাঁসিদেওয়াতেই কিছুদিন আগে একটি নির্নীয়মান ব্রীজ ভেঙ্গে পড়েছিল। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। লরির চালক ও খালাসি ব্রীজ ভাঙ্গার সময়ই লাফ দিয়ে নেমে নিরাপদ স্থানে চলে গিয়েছিলেন।তবে লরিটি ব্রীজে অনেক সময় ধরে ঝুলে ছিল। পরে স্থানীয় মানুষ এটিকে টেনে সরিয়ে নিয়ে আসে। স্থানীয় মানুষদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল ব্র্রীজটি৷ কিন্তু মেরামতির কোনও উদ্যোগ নেওয়া হয়নি। যার জেরেই মাঝখান থেকে ভেঙে পড়েছে ব্রীজটি। ঘটনাস্থল পরিদর্শন করে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেছেন, ব্রীজটি বাম পরিচালিত শিলিগুড়ি মহকুমা পরিষদের এক্তিয়ারে। তাই রাজ্য সরকারের এখানে কিছু করার নেই। তিনি অভিযোগ করেছেন, শিলিগুড়ি মহকুমা পরিষদের গাফিলতিতে ভেঙে পড়েছে ব্রীজটি। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন, সেতুটি বাম জমানায় তৈরি। ওর কাগজপত্র কিছু পাওয়া যায়নি। কাগজ তৈরি হচ্ছে। তবে তৃণমূল কংগ্রেসের সব অভিযোগ খারিজ করে সিপিআই ম নেতা জীবেশ সরকার বলেছেন, ওই সেতুটির হাল যে ভাল নয় তা প্রশাসনকে আগেই জানানো হয়েছিল। এমনকী সেতুটিতে ভারী যান চলাচলও বন্ধ ছিল। কিন্তু মহকুমা পরিষদ বাম পরিচালিত হওয়ায় সেতু মেরামতির টাকা পাঠায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত ৬ বচরে পশ্চিমবঙ্গে মোট চারটি ব্রীজ ভেঙ্গে পড়েছে। বৃহস্পতিবার নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সব ব্রীজেরই স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status